Advertisement
মনোরঞ্জন

Dev Mithun Projapati 2 Photos: ফের বাবা, ছেলে রূপে পর্দায় মিঠুন ও দেব, কবে মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'?

dev mithun 1
  • 1/11

'রঘু ডাকাত' থেকে বেরিয়ে পরের ছবির মধ্যে ঢুকে গিয়েছেন দেব। আপাতর 'প্রজাপতি ২'-র লুকে রয়েছেন টলিউডের রাজার রাজা। সোশ্যাল মিডিয়াতেও শুরু করেছেন প্রচার। 

dev mithun 2
  • 2/11

বেশ কিছু মাস ধরেই আলোচনায় দেবের ছবি 'প্রজাপতি ২'। ছবির অনেকটা অংশ শ্যুট হয়েছে লন্ডনে। কলকাতার শ্যুটিং পর্ব মিটে যাওয়ার পরে সেই ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। 

dev mithun 3
  • 3/11

এবার দেবের নায়িকা কে হবেন, তা নিয়ে বেশ কিছু মাস ধরে নানা চর্চার চলে। পরে জানা যায়, এবার দেবের বিপরীতে দেখা যাবে টেলি নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে। 

Advertisement
dev mithun 4
  • 4/11

'প্রজাপতি ২'-তে ফের বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। ইনস্টাগ্রামে পর্দার বাবা- মিঠুনের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন দেব। ছবি দেখেই বোঝা যাচ্ছে, দু'জনেই রয়েছেন ছবির লুকে। বিদেশের রাস্তায় লেন্সবন্দি এই ছবির মুহূর্ত দেখে, ভালোবাসায় ভরাচ্ছেন অনুগামীরা। 

dev mithun 5
  • 5/11

২০২২-এর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেবের 'প্রজাপতি'। এই ছবি দীর্ঘদিন শিরোনামে ছিল, মূলত দুটি কারণে। প্রথমটি ছবির বিপুল বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়টি, দুই অভিনেতাকে নিয়ে বিতর্ক।

dev mithun  6
  • 6/11

বিনোদনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রং নিয়ে কটাক্ষ এবং আলোচনা শুরু হয় ছবিকে নিয়ে। যদিও নিন্দুকদের কথায় পাত্তা দেয়নি টিম 'প্রজাপতি'। বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করে দারুণ লক্ষ্ণীলাভ করছে এই ছবি। 

dev mithun 7
  • 7/11

'প্রজাপতি ২' আসছে এবছরের বড়দিনে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির টিজার। দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। 

Advertisement
dev mithun 8
  • 8/11

'টনিক', 'প্রজাপতি'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় আসছে 'প্রজাপতি ২'। 

dev mithun 9
  • 9/11
dev mithun 10
  • 10/11

'প্রজাপতি ২' ছবিতে দেব, মিঠুন, জ্যোতির্ময়ী ছাড়াও গুরুত্বপুর্ণ চরিত্রে রয়েছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীয়ের মতো শিল্পীরা। 

dev mithun 11
  • 11/11
Advertisement