
অভিনয় ও নাচের পাশাপাশি মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন।

মনামীর পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন দেশ-বিদেশে।

কদিন আগেই মায়ের সঙ্গে ভিয়েতনাম সফরে গিয়েছিলেন মনামী আর সেখানকার পুরনো ছবি শেয়ার করতেই ঝড় উঠেছে নেটপাড়ায়।

পাহাড়ি রিসর্টের রুফটপ পুলে নীল মনোকিনিতে ধরা দিলেন মনামী।

নীল মনোকিনিতে তাঁর সিজলিং লুকস পারদ চড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মনামীর এই ছবিগুলো দেখলে শীতের দুপুরেও ঘামবেন আপনি।

অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।

সুইম স্যুটে তাঁর মেদহীন চেহারা একেবারে স্পষ্ট।

মনামীকে দেখলে তাঁর বয়সের আন্দাজ করতে পারবেন না।

অভিনেত্রী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দার হাত ধরে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন আবারও নাকি ছোটপর্দায় ফিরছেন। যদিও এই নিয়ে মনামী মুখ খোলেন নি।