
টেলিভিশনে জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে 'ফুলকি' অন্যতম।

আর এই সিরিয়ালে ডেবিউ করেই দর্শকদের মন জয় করে নিয়েছেন 'ফুলকি' তথা দিব্যাণী মণ্ডল।

একটা সিরিয়ালেই তাঁর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় দিব্যাণী। এবার ধরা দিলেন মিষ্টি নববধূ হিসাবে।

লাল বেনারসী, লাল ওড়না, হাতে শাঁখা-পলা, কপালে চন্দন, সঙ্গে মানানসই গয়না।

সাবেকি বাঙালি বউ হয়ে ছবি শেয়ার করেছেন দিব্যাণী।

এই সাজে তাঁকে অপরূপ সুন্দরী লাগছে। চোখ সরবে না দিব্যাণীর থেকে।

সবচেয়ে নজরকাড়া তাঁর মাথার টায়রা, যা একটু পুরনো আমলের ধাঁচের। আর এতেই দিব্যাণীর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।

বাঙালি কনে দিব্যাণী দুষ্টু-মিষ্টি পোজে ছবি তুলেছেন।

এখন তো বিয়ের মরশুম তাই দিব্যাণীর এই সাবেকি লুকস হবু কনেরা তাঁদের বিয়েতে ট্রাই করতে পারেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়েক পরবর্তী ছবিতেও ডেবিউ করবেন দিব্যাণী।

মাত্র ২১ বছর বয়সেই দিব্যাণী কেরিয়ার জীবনে বেশ সফল। কলেজে পড়তে পড়তেই 'ফুলকি' ধারাবাহিকে কাজ পান দিব্যানি। ছবি সৌজন্যে: শৌভিক রায়