Advertisement
মনোরঞ্জন

Adivi Sesh: জানেন কি বাহুবলীতে ছোট্ট রোলে ছিলেন 'মেজর' আদিভি শেষ? দেখুন তো চিনতে পারেন কিনা

  • 1/10

মুক্তির পর প্রশংসিত হচ্ছে 'মেজর'। ছবিতে মূল ভূমিকায় রয়েছেন তেলুগু নায়ক আদিভি শেষ। এই ছবির মাধ্যমে হিন্দিতে অভিষেক করলেন। আর প্রথম হিন্দি ছবিতেই তাঁর অভিনয় মন ছুঁয়ে নিয়েছে দর্শককুলের। দক্ষিণের অবশ্য পরিচিত নাম আদিভি। 

  • 2/10

নায়কের পুরো নাম আদিভি শেষ সনী চন্দ্র। আদিভি তাঁর পদবি। নাম শেষ। ১৯৮৪ সালে হায়দরাবাদে জন্ম অভিনেতার। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশুনো করেছেন। বর্কলি হাইস্কুল , পরে সেন্ট ফ্র্যান্সিকো স্টেট ইউনিভার্সিটিতে পড়েছেন। 

  • 3/10

২০০২ সালে তেলুগু ছবি 'সন্থম'-এ অভিষেক হয় আদিভির। ২০১০ সালে কর্মা ছবিতে পরিচালক হন। ছবিতে দেব নামে একটি চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।    
 

Advertisement
  • 4/10

শুধু নায়ক নয় খল চরিত্রেও দাপটে অভিনয় করেছেন। ২০১১ সালে পঞ্জা ছবিতে ভিলেন মুন্না চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন আদিভি। 

  • 5/10

বাহুবলী ছবিতেও অভিনয় করেছেন আদিভি শেষ। তবে দর্শকদের নজর এড়িয়ে গিয়েছিল। কারণ ছোট চরিত্র ছিল তাঁর। এসএস রাজামৌলীর বাহুবলী প্রথম ছবিতে বল্লালদেবের ছেলে ভদ্রর ভূমিকায় আদিভি অভিনয় করেছিলেন। 
 

  • 6/10

অভিনয় ছাড়াও লেখালেখির জন্য খ্যাত আদিভি। ২০১৬ সালে ক্ষণম ছবির কাহিনি তাঁর লেখা। এই ছবিতেই দর্শকদের নয়নের মণি হয়েছিলেন। তার পর পরিচালক ও প্রযোজকদের লাইন পড়ে। কিন্তু বেছে বেছে অভিনয়ে বিশ্বাসী তিনি। বাতিল করেছিলেন ৫০টি চিত্রনাট্য।         
 

  • 7/10

খুঁতখুঁতে হওয়ার জন্য সফলও হন আদিভি। আমি তুমি এবং গোদাচারি নামে দুটি ছবি সুপারহিট হয়। মেজর ছবিতে মেজর উন্নীকৃষ্ণণের চরিত্রে অভিনয় করেছেন। ২৬/১১ মুম্বই হামলার সময় দেশকে বাঁচাতে গিয়ে শহিদ হয়েছিল মেজর সন্দীপ উন্নীকৃষ্ণণ। 
 

Advertisement
  • 8/10

শুধু তাই নয় মেজর ছবির কাহিনিও লিখেছেন আদিভি শেষ। অভিনয় ও ছবির কাহিনি মন কেড়েছে দর্শকদের। শীঘ্রই HIT 2: The Second Case ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ২০২০ সালে ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল।
 

  • 9/10

মায়ের খুব কাছের আদিভি শেষ। মায়ের সঙ্গে প্রায়শই ছবি নেট মাধ্যমে ভাগ করে নেন। তাঁর এক বোনও আছে। 

  • 10/10

ব্যক্তিগতজীবন গোপন রাখতেই পছন্দ করেন আদিভি শেষ। ২০২১ সালে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, একা নন। হায়দরাবাদের এক তরুণীর সঙ্গে প্রেম করছেন। যদিও সেই কন্যের নাম জানাননি। 
 

Advertisement