Advertisement
মনোরঞ্জন

Celebs Jamai Shasthi 2022: দিনভর জামাই আদর! এক নজরে তারকাদের জামাই ষষ্ঠীর PHOTOS

  • 1/9

বাঙালির বারো মাসে তের পার্বণ। আর তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হল জামাই ষষ্ঠী (Jamai Shasthi)। প্রায় প্রতিটি বাড়িতেই এই উৎসবে সামিল হন সকলে। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত। আর তারকা জামাইরাই বা বাদ যায় কেন? দেখুন কে কেমন ভাবে বিশেষ দিনটি উদযাপন করলেন? 
 

  • 2/9

মহানায়ক উত্তমকুমারের নাতি-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমারের দ্বিতীয় জামাই ষষ্ঠী এবছর। তাঁদের দেখা গেল বিশেষ উদযাপনে মাততে।
 

  • 3/9

সঙ্গীতশিল্পী জুটি ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের জামাই ষষ্ঠী উদযাপনের ছবি শেয়ার করেছেন। বিশেষ দিনে একেবারে ট্রাডিশনাল কনট্রাস্ট পোশাকে সেজেছেন 'নীলামন'। 


 

Advertisement
  • 4/9

এই বছর প্রথম জামাই দ্বিতীয় জামাই ষষ্ঠী আরও এক তারকা জুটির। ত্বরিতা চট্টোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দিন উদযাপন হল সম্পূর্ণ সাবেকি রীতিতে।
 

  • 5/9

অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা গত বছর কোভিডে প্রাণ হারিয়েছেন। কিন্তু তাঁর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিল জামাই ষষ্ঠী। তাই তাঁর শখ পূরণেই আয়োজিত হল গৌরব চক্রবর্তীর জন্য এবারের জামাই ষষ্ঠীও। 
 

  • 6/9

সঙ্গীতশিল্পী অনীক ধর তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন জামাই ষষ্ঠীর খাওয়া -দাওয়ার ছবি। রীতিনীতি মেনে তাঁর জন্যেও আয়োজিত হয়েছিল জামাই ষষ্ঠী। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

  • 7/9

প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সামাজিক বিয়ে এখনও না হলেও, আইনীভাবে তাঁরা বিবাহিত। এজন্যে জামাই রুদ্রজিতের জন্য জমাই ষষ্ঠীর আয়োজন করেছিলেন প্রমিতার মা। 
 

Advertisement
  • 8/9

বলিউড অভিনেতা গুরমিত চৌধুরী বাঙালি না হলেও, তাঁর স্ত্রী অর্থাৎ অভিনেত্রী দেবীনা ব্যানার্জি বাঙালি। তাই অবাঙালি জামাইকে বাঙালিয়ানার স্বাদ দিতে, গত বছর তাঁর জন্যেও আয়োজন করা হয়েছিল জামাই ষষ্ঠীর। সেই ছবিগুলি স্ফের শেয়ার করেছেন অভিনেত্রী। 

 
 

  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম 
 

Advertisement