
টোটা রায়চৌধুরীর একমাত্র মেয়ের নাম মৃগাক্ষী রায়চৌধুরী।

টোটা রায়চৌধুরী যেমন সুদর্শন তেমনি তাঁর মেয়েও কোনও নায়িকার চেয়ে কম কিছু নেই।

তবে মৃগাক্ষী খুব একটা লাইমলাইটে কখনই আসেন না। কারণ তিনি এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত।

মায়ের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। মা শর্মিলা কিছুদিন আগেই মেয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন।

সবে ১৮-তে পা দিয়েছেন টোটার কন্যা মৃগাক্ষী।

মায়ের মতোই মেয়েও খুব স্টাইলিস্ট। তবে এখন টোটা-শর্মিলার মেয়ে পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

তবে আগামী দিনে স্টারকিডদের পথ অনুসরণ করে মৃগাক্ষীও টলিউডে প্রবেশ করতে পারেন।

মৃগাক্ষীকে খুব একটা লাইমলাইটে নিয়ে আসতে চান না টোটা।

তবে বাবার কোনও সিনেমার প্রিমিয়ারে মাঝে মাঝে মেয়ে আসেন।

গত বছরের ১৩ ডিসেম্বর টোটা ও শর্মিলার বিয়ের ২৫ বছর পূর্ণ হল।