Advertisement
মনোরঞ্জন

Panchayat Season 4 এ মাসেই রিলিজ, তারিখ এগিয়ে এল, দেখুন ট্রেলর

Panchayat Season 4
  • 1/10

তিন তিনটি মেগাহিট সিজনে মুগ্ধ দর্শকরা। সকলেই অপেক্ষায় কবে আসবে পঞ্চায়েতের সিজন ৪। প্রথমে নির্মাতারা জানিয়েছিলেন জুলাই মাসের ২ তারিখ রিলিজ। তবে দর্শকদের অপেক্ষা আরও খানিকটা কমিয়ে বড়সড় চমক দিল Amazon Prime। ঘোষণা করা হল সিজন মুক্তির নয়া তারিখ। 

Panchayat Season 4
  • 2/10

ফ্যানেদের প্রবল আগ্রহ এবং উত্তেজনা দেখে ২৪ জুনেই Amazon Prime-এ আসছে সচিবজি আর প্রধানজির নানা কীর্তিতে ভরপুর নয়া সিজন। 
 

Panchayat Season 4
  • 3/10

ইন্ডিয়া টুডে-কে পঞ্চায়েত ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত জনৈক ব্যক্তি জানিয়েছেন, সিজন ৪-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনার পর থেকে দর্শকদের মধ্যে যে পরিমাণ হইচই পড়ে গিয়েছিল, তা দেখে মুক্তির তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেন নির্মাতারা। 

Advertisement
Panchayat Season 4
  • 4/10

এই সিজনের প্লট মূলত পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৈরি হয়েছে। আর সেই নির্বাচনের প্রচারকেই সিদন মুক্তির ক্যাম্পেন হিসেবে ব্যবহার করছেন নির্মাতারা। মাত্র কিছুদিন আগেই Amazon Prime-এ একটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে ফ্যানেদের প্রশ্ন করা হয়, আপানারা কি চান পঞ্চায়েতের সিজন ৪-এর রিলিজ ডেট এগিয়ে আসুক? হুড়োহুড়ি পড়ে যায় ভোটিংয়ের জন্য। দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়ে তড়িঘড়ি মুক্তির দিন এগিয়ে আনা হয়। 

 

 

Panchayat Season 4
  • 5/10

বুধবার দুপুরেই রয়েছে বড় চমক। নয়া রিলিজ ডেটের সঙ্গেই এদিন মুক্তি পাবে পঞ্চায়েত ৪-এর ট্রেলরও। এই সিজনে দেখানো হবে মঞ্জু দেবী (নীনা গুপ্তা) এবং ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)-এর মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। 

Panchayat Season 4
  • 6/10

কুর্সির লড়াইয়ের মাঝেই দুষ্টু মিষ্টি প্রেমের ইক্যুয়েশন দেখা যাবে সচিব জি (জিতেন্দ্র) এবং রিঙ্কির (সনভিকা)। তবে দর্শকরা যে বিষয়টির জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় ছিলেন, তা হল সিজন ৩-এর ক্লাইম্যাক্স সিনে দেখানো শুটিংয়ের রহস্য। 
 

Panchayat Season 4
  • 7/10

পঞ্চায়েত সিজন ৪-এর টিজারেই নানা চমকের আভাস মিলেছিল। ভোটপর্বে স্ত্রীদের সামনে রেখে পিছনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল ভূষণ এবং প্রধানজির মধ্যে। বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করবে ভূষণ ওরফে বনরাকস। ফুলেরায় কার রাজ চলবে তাহলে? 

Advertisement
Panchayat Season 4
  • 8/10

একদিকে প্রধানজি এবং মঞ্জু দেবী সারা গ্রামে লাউ বিতরণ করছেন, অন্যদিকে, ভূষণও তৈরি হচছে ভোটের ময়দানে লড়াইয়ের জন্য। 

Panchayat Season 4
  • 9/10

তারই মাঝে ফুলেরায় পঞ্চায়েত অফিসের সামনের ট্যাঙ্কের কাছে চুপিসারে দেখা সেরে নিচ্ছেন সচিবজি আর রিঙ্কি। অর্থাৎ এবারের পঞ্চায়েত সিজনে চুটিয়ে প্রেম করতে দেখা যাবে সচিবজি আর রিঙ্কিকে। 

Panchayat Season 4
  • 10/10

একঝাঁক ওয়েব সিরিজের ভিড়েও আলাদা জায়গা করে নিয়েছে ‘পঞ্চায়েত সিজ়ন ৪’। একের পর এক সিজ়নের জন্য দর্শকের এমন অপেক্ষা খুব কম ওয়ের সিরিজ়ের ক্ষেত্রেই দেখা গিয়েছে। প্রতিটি সিজ়নের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এতটুকুও কমতি রাখেন না নির্মাতারা। এ বার সিজ়ন ৪ ‘পঞ্চায়েত’-এ ফুটে উঠবে ফুলেরার ভোটপর্ব। তাই আগ্রহ দ্বিগুণ। 

Advertisement