scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

সমুদ্র সৈকতে আলানাকে বিয়ের প্রস্তাব, অনন্যা পাণ্ডের বোনের এই ছবি দেখেছেন?

স্বপ্নের
  • 1/9

স্বপ্নের রোমান্টিক বাগদান সারলেন অনন্যা পাণ্ডের বোন আলানা পাণ্ডে। সমুদ্র সৈকতে এলাহীভাবে হল তাঁর বাগদান। সেই ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি। যা দেখে অভিভূত হয়ে যান অনুরাগীরা। স্বপ্নের মতো এমন বাগদান কে না চায়।
 

সোশ্যাল মিডিয়া
  • 2/9

সোশ্যাল মিডিয়া সেনসেশন আলানা পাণ্ডে রোমান্টিক এই ছবিগুলি শেয়ার করেছেন। তাঁর প্রেমিক আইভর ম্যাকক্রে তাঁকে সমুদ্র সৈকতে বিয়ের প্রস্তাব দেন। সেই ভিডিও শেয়ার করেন আলানা, সঙ্গে একটি দীর্ঘ ইন্সটা পোস্টও লেখেন।
 

তাঁর প্রেমিক
  • 3/9

তাঁর প্রেমিক আইভর ম্যাকক্রকে চুমুও খান আলানা। সেই ছবি শেয়ার করে ক্যাপশন লেখেন, "আজ থেকে ২ বছর আগে একটি হ্যালোইন পার্টিতে এই মানুষটির সঙ্গে আলাপ। ও সেদিন আমাকে এত হাসিয়েছিল যে আমার মুখে ব্যাথা হয়ে গেছিল।"
 

Advertisement
বাকি
  • 4/9

বাকি বিষয়গুলি হালকা হালকা মনে পড়ছে। সেদিন খুব খুশি ছিলাম আমি। আমরা একে অপরকে জানার জন্য ৩ মাস পর একসঙ্গে থাকতে শুরু করি। 
 

তিনি
  • 5/9

তিনি আরও লেখেন,"হয়তো আমি একটু তাড়াহুড়ো করেছিলাম। কিন্তু ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। ওর সঙ্গে থাকলে বিদেশেও আমি পরিবারকে মিস করি না। আমি যখন পরিবারকে মিস করি তখন আমার জন্য নানারকম ভারতীয় খাবার রান্না করে দেয়। তার জন্য ধন্যবাদ।"
 

আমাকে
  • 6/9

আমাকে নিঃশর্ত ভালবাসার জন্য ধন্যবাদ। তোমার প্রতি আমার ভালোবাসা যেন এভাবেই বাড়তে থাকে। 
 

আলানার
  • 7/9

আলানার বাগদানের ভিডিওটি ড্রোন ক্যামেরায় শুট করা হয়। যাতে দেখা যায় সাদা বালির ওপর হৃদয় আঁকা, দূরে লেখা আমাকে বিয়ে করবে? আর তারপর আংটি পরিয়ে প্রেমিকের বিয়ের নিবেদন, পিছনে নীল সমুদ্র। এমন আশ্চর্যকর প্রস্তাব পেয়ে প্রেমিককে জড়িয়ে ধরেন আলানা।  

Advertisement
আলানার
  • 8/9

আলানার বাবা-মা হলেন চিক্কি পান্ডে এবং ডায়ানা পান্ডে। এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে আলানা লিখেছেন- আমি আমার সেরা বন্ধুকে বিয়ে করছি। আলানার এই ভিডিওতে তার মায়ের প্রতিক্রিয়াও এসেছে। তিনি লিখেছেন- আল্লাহ দুজনকে সুখে রাখুন। আইভর ম্যাকক্রে পরিবারে স্বাগতম।
 

আলানা
  • 9/9

আলানা তার সাহসী এবং গ্ল্যামারাস ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছেন। আলানার ফটোশুট ভাইরাল হয়। তিনি ইন্সটাতে তার বাগদত্তা আইভর ম্যাকক্রের সাথে ছবি শেয়ার করেন।
 

Advertisement