scorecardresearch
 
মনোরঞ্জন

Happy Birthday Anupam Roy: 'অটোগ্রাফ'-ই জীবনের বড় ব্রেক! ৪০-এ পা দিলেন অনুপম

অনুপম
 • 1/11

বাংলার সঙ্গীতশিল্পীদের মধ্যে বর্তমানে একেবারে প্রথম সারিতে যার নাম আসে, তিনি অনুপম রায়। আজ ৪০-এ পা দিলেন তিনি।

অনুপম
 • 2/11

গায়ক, গীতিকার, সুরকার এবং সেই সঙ্গে রয়েছে আরও একগুচ্ছ পারদর্শিতা। 

অনুপম
 • 3/11

ইতিমধ্যে ঝুলিতে এসেছে জাতেয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়াড সহ বহু সম্মান ও স্বীকৃতি।

অনুপম
 • 4/11

২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'অটোগ্রাফ' ছবি থেকে বিনোদনে জগতে পাকাপাকি পা রেখেছেন অনুপম। ছবির 'আমাকে আমার মতো থাকতে দাও' ১১ বছর পরেও হিট। 
 

অনুপম
 • 5/11

এরপরে 'চলো পাল্টাই', 'বাইশে শ্রাবণ', 'হেমলক সোসাইটি', 'বেলা শেষে', 'প্রাক্তন', 'চতুষ্কোণ', 'জুলফিকর', 'পোস্ত','রসগোল্লা' মতো বক্স অফিস হিট করা এক গুচ্ছ ছবিতে কাজ করেছেন অনুপম রায়।

অনুপম
 • 6/11

'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালবাসো' গানটির জন্য সেরা গীতিকারের জাতীয় সম্মান পেয়েছেন এই গুণী শিল্পী।
 

অনুপম
 • 7/11

শুধু বাংলা গালেই থেমে থাকেনি তাঁর শিল্পকর্ম। 'পিকু', 'পিঙ্ক', 'ডিয়ার মায়া', 'পরি', 'অক্টোবর', 'বদলা'-ছবিতেও সকলের ভালবাসা কুড়িয়েছেন তিনি।
 

অনুপম
 • 8/11

এছাড়াও 'হামি ২', 'বব বিশ্বাস', 'ধূমকেতু',' বেলা শুরু', 'অনুসন্ধান', 'ফ্লাই ওভার' ছবিগুলি এখনও মুক্তির অপেক্ষায়। অনুপম রায়ের কাজের তালিকায় রয়েছে এই ছবিগুলিও।

অনুপম
 • 9/11

 এর বাইরেও অ্যালবাম, সিঙ্গেলস, থিয়েটারের গান, বিজ্ঞাপনের জিঙ্গেলসও বাদ যায়নি। 

অনুপম -পিয়া
 • 10/11

 ২০১৫ সালে দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। বিশেষ দিনে প্রিয় বন্ধু-স্বামীকে পিয়া একটি অ্যানিমেটেট ভিডিয়োর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

অনুপম
 • 11/11

জন্মদিনের আগের দিন রাত থেকেই তাঁর কাছের মানুষজন, ইন্ডাস্ট্রির বন্ধুরা ও অসংখ্য গুণমুগ্ধরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তাঁকে। বাংলার গর্ব অনুপম রায়কে আজতক বাংলার তরফ থেকেও অনেক শুভেচ্ছা।   

(ছবি সৌজন্য: ফেসবুক)