scorecardresearch
 
বলিউড

Holi 2021: হাউস পার্টিতে মেতেছেন বলি তারকারা! দেখুন হোলির PHOTOS

হোলি
  • 1/9

গত এক বছরের অনেক উৎসবের মতো হোলিতেও ছন্দপতন ঘটেছে এই বছর করোনা অতিমারীর জন্য। হোলির জাকজমক অনেকটাই কমেছে এই বার। বেশীরভাগ বলিউড তারকারাই তাই মেতেছেন হাউস পার্টিতে। 

প্রিয়াঙ্কা চোপড়া
  • 2/9

বিদেশে থেকে যে কোনও ভারতীয় উৎসব পালন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও সঙ্গীতশিল্পী নিক জোনাস। হোলিও বাদ যায়নি সেই তালিকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তা রং খেলায় মাতলেন।
 

করণ জোহার
  • 3/9

দুই ছেলে মেয়ে ও পরিবারের সঙ্গে বাড়িতেই হোলি পালন করছেন পরিচালক-প্রযোজক করণ জোহার।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

মাধুরী দীক্ষিত
  • 4/9

 বলিউড ডিভা মাধুরী দীক্ষিত তাঁর স্বামী শ্রীরাম মাধব নেনের সঙ্গে হোলির একটি ছবি শেয়ার করেছেন।

অভিষেক বচ্চন
  • 5/9

অভিষেক বচ্চন তাঁর জীবনের দউটি নারী ঐশ্বর্য ও আরাধ্যার পুরনো একটি হোলি শেয়ার করেছেন।

শিল্পা শেট্টি
  • 6/9

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রাও তাঁদের পরিবারের সঙ্গে বাড়িতেই হোলি উদযাপন করছেন এই বছর।

 

কঙ্গনা রানাওয়াত
  • 7/9

 'তেজাস'-র শুটিং ফ্লোর থেকে একটি হোলির ছবি শেয়ার করেছেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াত।

সঞ্জয় দত্ত
  • 8/9

অন্যদিকে আবার বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্ত দিনটা কাটাচ্ছেন পরিবারের সঙ্গেই। সোশ্যাল পেজে সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

অমিতাভ বচ্চন
  • 9/9

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একটি সাদা কালো থ্রোব্যাক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "রং বরসে...।" 'সিলসিলা' ছবির এই গান আজও হোলির প্লেলিস্টে একেবারে প্রথমে থাকে।