
এ বছরের জানুয়ারিতে পরীমনি তাঁর মা হওয়ার খবরটি সংবাদমাধ্যমের সামনে আনেন। প্রথম কিছুদিন বিষয়টি স্বাভাবিক আলোচনাই হচ্ছিল।

তবে কেউ কেউ তাঁর মা হওয়ার খবরটি সন্দেহ প্রকাশ করেন। শুরু হয় গুঞ্জন। এই গুঞ্জন নায়িকার কানে যায়।

বাংলাদেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যমকে পরীমনি একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘আমার তো আর জনে জনে গিয়ে কিছু প্রমাণ করার নেই। বেবি বাম্পের ছবি ফেসবুকে দিয়ে দেব। আশা করি তাতেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে।’

যেমন কথা, তেমনই করে দেখালেন পরীমনি। মোটামুটি ১৭ ঘণ্টা আগে ফেসবুকে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশন ‘ঢ্যাং ঢ্যাং’!

আজই কক্সবাজার থেকে শরিফুল রাজ-পরীমনি ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজার থেকেই গতকাল রাতে পরীমনি তাঁর বেবিবাম্পের ছবিটি পোস্ট করেন।

১০ জানুয়ারি, ২০২২ প্রথম জানা যায়, মা হতে চলেছেন ঢালিউডের নায়িকা পরীমনি। এর পর থেকেই সাবধানী জীবনযাপন করছেন নায়িকা।

মাতৃত্বকালীন কোনও ঝুঁকি তিনি নিতে চান না। যে কারণে সব রকমের শুটিংয়ের কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।

পরীমনি জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানার পর ২২ সপ্তাহ পেরিয়ে গেছে। এর মধ্যেই হাতে থাকা সব কাজ দ্রুত সেরে ফেলেছেন তিনি।

ঈদের আগের দিন অভিনেতা স্বামী শরীফুল রাজের সঙ্গে কক্সবাজার ছুটি কাটাতে যান পরীমনি। আজ, শুক্রবার বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরছেন তাঁরা।