scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Rahman Family Photos: রহমান-কন্যা খাতিজার বর কী করেন? বাকি দুই ছেলে-মেয়েকে চেনেন!

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 1/8

বিয়ে করলেন এরআর রহমানের কন্যা খাতিজা রহমান। পাত্র রিয়াসদীন রিয়ান। জানুয়ারিতে সেরেছিলেন বাগদান। এবার পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধু-বান্ধবের উপস্থিতিতে নিকাহ হল দম্পতির। 
 

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 2/8

খাতিজা রহমান নিজেও গায়িকা। একাধিক তামিল ছবিতে গেয়েছেন। কৃতি শ্যানন অভিনীত 'মিমি' ছবির জন্য জনপ্রিয় 'রক এ বাই বেবি' গানেও কণ্ঠ দিয়েছেন ২৫ বছরের রহমান-কন্যা। 

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 3/8

এআর রহমানের তিন সন্তান। পর্দায় নিজেকে ঢেকে রাখতে পছন্দ করেন খাতিজা। এনিয়ে বিতর্কও হয়েছে। যদিও খাতিজা জানিয়েছেন, এভাবেই থাকতে চান। মেয়েকে নিজের মতো থাকার স্বাধীনতা দিয়েছে রহমানও। 

Advertisement
রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 4/8

রিয়াসদীন রিয়ানের পুরো নাম রিয়াসদীন শেখ মোহাম্মদ। তিনি সাউন্ড ইঞ্জিনিয়ার। দীর্ঘ সময় ধরে এরআর রহমানের সঙ্গে কাজ করছেন। 
 

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 5/8

২০১৭ সাল থেকে রহমান ও রিয়াসদীন একসঙ্গে কাজ করছেন। লাইভ শো-ও করেছেন। ২০১৯ সালে দোহার বিখ্যাত খলীফ স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন রহমান। তখনও তাঁর সঙ্গে ছিলেন রিয়াসদীন। অমিত ত্রিবেদী, বেনী দয়াল এবং হরিহরণের মতো সুরকারদের সঙ্গেও কাজ করেছেন রহমানের জামাতা। 

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 6/8

তাঁর বাকি দুই সন্তান আমীন আর রহিমা রহমান। বাবা ও ছোট বোনের মতো সুরে মগ্ন থাকেন রহিমাও। তিনি নেট মাধ্যমে নিজের সুরে মত করেন ফলোয়ারদের।       

রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 7/8

রহমান পরিবারের ছোট সদস্য আমীন। ১৯ বছরেই সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। তামিল ছবিতে প্লেব্যাকও করেছেন রহমান-পুত্র। সুশান্তের ছবি 'দিল বেচারা'য় গেয়েছিলেন।  
 

Advertisement
রহমান-কন্যা খাতিজার বিবাহ
  • 8/8

রহমানের স্ত্রী সায়রা বানো। ১৯৯৫ সালে দু'জনে গাঁটছড়া বাঁধেন। চেন্নাইয়ে দম্পতির সংসার। ঘর সামলান সায়রা। 

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম

Advertisement