
হাড্ডা হাড্ডা লড়াইয়ের পর শেষমেশ সামনে এল নির্বাচনের রিপোর্ট কার্ড। ২১৩ টি আসনে জিতে জয়ী তৃণমূল- কংগ্রেস। এক নজরে দেখে নিন সমস্ত দলের কোন তারকা প্রার্থীদের মাথায় উঠলো জয়ের শিরোপা।

রাজ চক্রবর্তী
ব্যারাকপুর কেন্দ্রে জয়ী তৃণমূল- কংগ্রেসের প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।

অদিতি মুন্সি
রাজারহাট-গোপালপুর কেন্দ্রে থেকে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।

লাভলী মিত্র
সোনপুর দক্ষিণ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র।

কাঞ্চন মল্লিক
অভিনেতা কাঞ্চন মল্লিক জিতেছেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল- কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে।

জুন মালিয়া
মেদিনীপুর কেন্দ্র থেকে বিজয়ী তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।

সোহম চক্রবর্তী
অভিনেতা সোহম চক্রবর্তী চণ্ডীপুরে কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জিতেছেন।

চিরঞ্জিত চক্রবর্তী
বারাসত কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

অগ্নিমিত্রা পাল
আসানসোল কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী অগ্নিমিত্রা পাল জিতেছেন।

হিরণ চট্টোপাধ্যায়
খড়গপুর সদরে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

ব্রাত্য বসু
দমদম কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূল- কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী এবং নাট্য ব্যক্তিত্ব বাত্য বসু।

মনোজ তিওয়ারী
শিবপুর কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি। (সমস্ত: ছবি সৌজন্য ফেসবুক)