দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের শেষমেশ সামনে এসেছে নির্বাচনের রিপোর্ট কার্ড। ২১৩ টি আসনে জিতে জয়ী তৃণমূল- কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। এক নজরে দেখে নিন সমস্ত দলের কোন তারকা প্রার্থীদের স্কোর। অর্থাৎ কারা এই নির্বাচনে হারলেন!
যশ দাসগুপ্ত
চণ্ডীতলায় পরাজিত বিজেপির প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। এই কেন্দ্র থেকে জিতেছেন অভিনেতা সোহম চক্রবর্তী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি এই কেন্দ্র থেকে পরাজিত।
পায়েল সরকার
অভিনেত্রী পায়েল সরকার ছিলেন বেহালার পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী। এই নায়িকাও পরাজিত।
সায়ন্তিকা বন্দোপাধ্যায়
বাঁকুড়া কেন্দ্র থেকে পরাজিত তৃণমূল- কংগ্রেস প্রার্থী- অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।
রুদ্রনীল ঘোষ
তৃণমূল- কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত তিনি।
কৌশানি মুখোপাধ্যায়
অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় কৃষ্ণনগর কেন্দ্রর তৃণমূল- কংগ্রেসের প্রার্থী। তিনি পরাজিত বিজেপি-র মুকুল রায়ের কাছে।
বাবুল সুপ্রিয়
টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। তিনি পরাজিত টিএমসি-র অরূপ রায়ের কাছে।
দেবদূত ঘোষ
টালিগঞ্জ কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী দেবদূত ঘোষ পরাজিত টিএমসি-র অরূপ রায়ের কাছে।
লকেট চট্টোপাধ্যায়
বিজেপি-র হয়ে চুঁচুড়া কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। এই নির্বাচনে তিনি পারজিত।
অঞ্জনা বসু
বিজেপি-র হয়ে সোনারপুর দক্ষিণের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। কিন্তু তিনি পরাজিত।
তনুশ্রী চক্রবর্তী
শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তিনি হেরে গিয়েছেন।