Advertisement
মনোরঞ্জন

Ratashree Dutta: লাস্যময়ী এই বাঙালি অভিনেত্রী ঘুম কাড়ছে নেটপাড়ার, চেনেন নায়িকাকে?

  • 1/10

বাড়ি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। কলকাতায় বেশ কিছুদিন মডেলিং করার পর বাংলাদেশে পাড়ি জমান রাতাশ্রী। 
 

  • 2/10

বাংলাদেশে তুখোড় ছবিতে কাজ করেছেন রাতাশ্রী। অচেনা উত্তম-এ শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয় করে লাইমলাইট কাড়েন তিনি।
 

  • 3/10

অভিনয়ে ঠিক যতটা নজর কাড়ার চেষ্টা এই অভিনেত্রীর মধ্যে রয়েছে ঠিক ততটাই তাঁর রূপে মুগ্ধ দর্শক।
 

Advertisement
  • 4/10

তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই মেলে একের পর এক চমক।
 

  • 5/10

সোশ্যাল মিডিয়ায় রাতাশ্রীর একের পর এক বোল্ড অবতার রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। 
 

  • 6/10

রাতাশ্রী যে কতটা সাহসী তা তাঁর ছবিগুলো না দেখলে বোঝা যাবে না। 
 

  • 7/10

তাঁর বোল্ড লুকের ছবিতে ঘায়েল নেটপাড়া। অভিনেত্রীর নতুন ছবি সেখানে দেখলেই ঝড়ের গতিতে আসে একের পর এক নেটিজেনদের কমেন্ট।

Advertisement
  • 8/10

বিকিনি হোক বা বোল্ড আউটফিট, যে কোনও পোশাকেই রাতাশ্রীর থেকে চোখ সরানো দায়। 
 

  • 9/10

'অচেনা উত্তম'-এ 'নায়ক' ছবিতে শর্মিলা ঠাকুর অভিনীত চরিত্রে অভিনয় করেন রাতশ্রী। 
 

  • 10/10

কলকাতার মেয়ে রাতাশ্রী বাংলাদেশে গিয়ে হাই-প্রোফাইল মুভিতে অভিনয় করে ইতিমধ্যেই কামাল দেখিয়েছেন।

Advertisement