
বিপাশা বসু বড়পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ থাকেন।

মাঝে মধ্যেই তাঁর সুইম পোশাকের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেরকমই কিছু ছবি বিপাশা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই বিপাশা তাঁর ৪৭তম জন্মদিন সি-বিচে পালন করেছেন। স্বামী করণ ও মেয়ে দেবীর সঙ্গে তিনি এখন ভ্যাকেশনে রয়েছেন।

এমনিতে বিপাশা যে কতটা বোল্ড তা নতন করে বলার অপেক্ষা রাখে না।

বিপাশাকে দেখা গেল নীল রঙের প্রিন্টেড মনোকিনিতে। তিনি মনোকিনির সঙ্গে একই ধরনের শ্রাগও নিয়েছেন। উঁচু করে চুল বাঁধা ও চোখে সানগ্লাস।

বিপাশার বোল্ড লুক আগেও তাঁর ভক্তদের ঘুম উড়িয়েছে। ৪৭ বছর বয়সেও নায়িকা একই রকম রয়েছেন।

সি-বিচে বিপাশা স্বামী করণের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন। তাঁদের রসায়ন রীতিমতো ঈর্ষনীয়।

বিপাশা নিজের বয়স ও গ্ল্যামার ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা করে থাকেন। সঙ্গে চলে কঠোর ডায়েট।

করণ ও বিপাশার দাম্পত্য জীবনও খুব সুখের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার ঝলক মাঝে মধ্যেই ধরা পড়ে।

এর আগেও বিপাশাকে মেয়েকে কোলে নিয়ে সুইম পোশাকে দেখা গিয়েছিল।