
Mtv রিয়্যালিটি শোয়ে এসে ইতিমধ্যেই শিরোনাম দখল করে নিয়েছেন কাবুলিওয়ালাদের দেশের কন্যা সদাফ শঙ্কর।

আফগানিস্তানের বাসিন্দা হলেও সদাফ গত ১০ বছর ধরে ভারতেই থাকেন। সদাফ কোনও ভারতীয় ছেলেকে বিয়ে করতে চান। এটাই 'স্প্লিটসভিলা ১৬'-তে এসে জানিয়েছেন সদাফ।

আফগানিস্তান-কন্যা সদাফ কিন্তু মুসলিম। তবে নিজের নামের সঙ্গে তিনি শিবের নাম অর্থাৎ শঙ্কর জুড়েছেন, নাম শুনে এই শোয়ের সঞ্চালক করণ কুন্দ্রা বেশ বিভ্রান্তিতে পড়ে যান।

আফগানি-কন্যাকে নিয়ে বর্তমানে নেটভুবনে চর্চার অন্ত নেই! নীরবে সকলের থেকে লাইমলাইট কেড়ে নিয়েছেন 'স্প্লিটসভিলা ১৬'র অন্যতম প্রতিযোগী সদাফ শঙ্কর।

এই শোয়ে করণ আফগানি-কন্যাকে তাঁর এই রকম নামের রহস্য জানতে চান। সদাফ কী করে তাঁর শঙ্কর পদবী পেলেন? সদাফ এ প্রসঙ্গে বলেন যে তিনি শিবের বড় ভক্ত। ভগবান শিবের প্রতি তাঁর গভীর আস্থা রয়েছে। তাই তিনি তাঁর নামের সঙ্গে শঙ্কর জুড়েছেন।

মুসলিম হওয়া সত্ত্বেও সদাফ শঙ্কর পুজো-পাঠ করেন এবং ব্রত-উপোসও করে থাকেন। নিজের ইনস্টা পোস্টেই তিনি এই কথা খোলসা করেন।

সদাফ শঙ্কর একজন পারসী বংশোদ্ভূত মডেল। যিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে মুম্বাইতে বাস করেন কর্মসূত্রে। 'স্প্লিটসভিলা ১৬'র এই প্রতিযোগী নাকি নিত্য সোমবার করে মহাদেবের ব্রতও পালন করেন। যা শুনে অনুরাগীরা বলছেন, 'সনাতনী ম্যাজিক একেই বলে!'

আফগানি কন্যা কিন্তু মনে-প্রাণে ভারতীয়। সদাফ নিজেকে ভারতের বলেই মনে করেন। সদাফের এই দেশের প্রতি অগাধ ভালোবাসা।

রিয়্যাল লাইফে সদাফ অত্যন্ত গ্ল্যামারস ও বোল্ড। বিকিনি থেকে খোলামেলা পোশাকে তিনি নেটপাড়ায় ঝড় তোলেন।

কোনও বলিউড নায়িকার চেয়ে কম নন এই আফগানি কন্যা। ইনস্টাগ্রামে ১.৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে সদাফের।

'স্প্লিটসভিলা ১৬'-তে এসে সদাফ ইতিমধ্যেই লাইম লাইট কেড়ে নিয়েছেন।

সকলকে টেক্কা দিয়ে কি জয় ছিনিয়ে নিতে পারবেন এই মহাদেব ভক্ত? দর্শকদের চোখ সেদিকেই।