Birbhum: ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের ওপর বলিউড সিনেমার শুটিং বীরভূম-ঝাড়খন্ড সীমান্তে। এখন চলছে প্রাথমিক প্রস্তুতি। ক্যাম্প বানানোর কাজ চলছে বীরভূম-ঝাড়খন্ড সীমান্তের বৈদ্যনাথপুর গ্রামে। আর সেই শুটিং ঘিরে প্রান্তিক ওই গ্রামে হইহই রইরই কাণ্ড।
রাজাকৃষ্ণ মেননের নির্দেশনায় ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের ওপর শুটিং শুরু হতে চলেছে পিপ্পা সিনেমার। এই ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে মুম্বইয়ের এর জনপ্রিয় অভিনেতা ঈশান খট্টরকে। নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর (Mrunal Thakur)। ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং।
বৈদ্যনাথপুর প্রাইমারী স্কুলে বেস ক্যাম্প করা হয়েছে। চারদিন আগে থেকে জোরকদমে চলছে বেসক্যাম্প তৈরির কাজ। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় পিপ্পার চিত্রনাট্য তৈরি হয়েছে দি বার্নিং চাফেজ-এর অনুকরণে। এই ছবির নায়ক ঈশান খট্টর (Ishaan Khatter)-কে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর ৪৫ ক্যাভিলার ট্যাঙ্ক স্কোয়াডের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ভূমিকায়।
শুটিংয়ের জন্য ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধে ব্যবহৃত যুদ্ধ কামানের মতো মডেল আনা হয়েছে লোকেশনে। আনা হয়েছে জেনারেটর ভ্যান, মেকআপ ভ্যান। প্রায় ৬২০ জন কর্মী, অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন এই বলিউড সিনেমায়। এর আগে দুমকায় এই ছবির শুটিং হয়েছে। বোলপুর, দুর্গাপুরেও এই ছবির শুটিং হবে।
জেলার শেষ গ্রাম বৈদ্যনাথপুরে পাণ্ডবতলার মাঠে নামানো হয়েছে একাধিক ট্যাঙ্ক। লক্ষ্য স্থির করে ছুটে আসছে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক পিটি-৭৬।
ব্রিগেডিয়ার বি এস মেহতার লেখা দি বার্নিং চাফেজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। বাংলাদেশের গরিবপুরের বীরত্বপূর্ণ ট্যাঙ্ক যুদ্ধের কাহিনি থেকে উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতার গল্প।
তাই বৈদ্যনাথপুরের পান্ডবতলার মাঠ হয়ে উঠেছে গরিবপুর। চরিচা জঙ্গল ভেঙে ছুটে আসছে ভারতীয় সেনা বাহিনী। সেখানে বারবার নিক্ষেপ করা হচ্ছে বোমা। বিস্ফোরণে ছত্রভঙ্গ হচ্ছে সেনা দল। পরিচালক রাজা কৃষ্ণ মেননের নির্দেশে এই শুটিং চলছে। সেখানে অনেক সময় ভিড় জমাচ্ছেন মানুষ। কী করে শুটিং হয়, তা দেখতে পেতে আপ্লুত তাঁরা।