Advertisement
মনোরঞ্জন

Ananya Panday: মনোকিনি-বিকিনিতে উষ্ণতা বাড়াচ্ছেন অনন্যা, দেখুন PHOTOS

অনন্যা পাণ্ডে
  • 1/10

ভ্যাকেশনে রয়েছেন বলিউড নায়িকা অনন্যা। মলদ্বীপে এখন রয়েছেন নায়িকা। 
 

অনন্যা পাণ্ডে
  • 2/10

অনন্যা ইনস্টাগ্রামে তাঁর ভ্যাকেশনের একাধিক ছবি শেয়ার করেছেন। 
 

অনন্যা পাণ্ডে
  • 3/10

বিকিনি থেকে মনোকিনি, অনন্যার বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় পারদ চড়াচ্ছে।

Advertisement
অনন্যা পাণ্ডে
  • 4/10

নায়িকা জানিয়েছেন, তাঁর মলদ্বীপে ছুটি কাটাতে ভীষণ ভালোলাগে। 
 

অনন্যা পাণ্ডে
  • 5/10

গোলাপি রঙের মনোকিনিতে অনন্যার কিলার লুক। বলিউড নায়িকার থেকে চোখ সরবে না আপনার। 
 

অনন্যা পাণ্ডে
  • 6/10

মনোকিনি পরে অনন্যা জমিয়ে ছবি তুলেছেন। তাঁর কিলার পোজ ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। 
 

অনন্যা পাণ্ডে
  • 7/10

সাদা বিকিনিতে রোদ পোহাচ্ছেন নায়িকা। তাঁর মেদহীন শরীর দেখে আপনি ঘায়েল।  
 

Advertisement
অনন্যা পাণ্ডে
  • 8/10

মলদ্বীপে একেবারে ছুটির মেজাজে রয়েছেন অনন্যা। 

অনন্যা পাণ্ডে
  • 9/10

সব ছবিতেই তাঁকে সুপার কুল লাগছে। অনন্যা প্রায়ই তাঁর মনোকিনি বা বিকিনিতে ছবি পোস্ট করে থাকেন। 
 

অনন্যা পাণ্ডে
  • 10/10

অনন্যা এখন ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম। কিছুদিন আগেই তিনি 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' ছবির শ্যুটিং শেষ করেছেন। 

Advertisement