পুজো একেবারে দোরগোড়ায়। মহালয়ার দিন ভোরে বাঙালির, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শোনার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে থাকে কৌতূহল।
দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা, কত ভাল কনটেন্ট হবে? দুর্গা ছাড়াও অন্যান্য দেব -দেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে কারা অভিনয় করবেন এই নিয়ে থাকে কৌতূহল। এই বছর মহালয়াতে জি বাংলা চ্যানেলে আসছে 'জাগো মা জাগো দুর্গা' নিয়ে। এবার দেবী পার্বতী, মহামায়া তথা মহিষাসুরমর্দিনী ইধিকা পাল।
এবছরের থিম দেবী দুর্গার সংহারকারি রূপ। দর্শক সাক্ষী থাকবে মায়ের এক ভিন্ন রূপের। দেবীর ভয়ঙ্কর এবং প্রতিরক্ষামূলক প্রকাশ পাবে। দর্শকরা দুর্গাকে প্রতিশোধমূলক কিন্তু ঐশ্বরিক অবতারে দেখতে পাবেন। ইধিকা ছাড়াও, বিভিন্ন রূপে দেখা যাবে জি বাংলার নারী বাহিনীকে। অর্থাৎ বিভিন্ন ধারাবাহিকের নায়িকারা এবারও টেলিভিশনের মহালয়ার পর্দায়। দেখে নিন কে কোন রূপে থাকছেন। আগামী ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিনে ভোর ৫ টায় সম্প্রচার হবে এই অনুষ্ঠান।
'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের নায়ক অর্থাৎ রণজয় বিষ্ণুকে দেখা যাবে দেবাদিদেব মহাদেবের চরিত্রে।
এদিকে 'তুই আমার হিরো' শাক্য অর্থাৎ অভিনেতা রুবেল দাসকে দেখা যাবে মহিষাসুর রূপে।
দিব্যাণী মন্ডল, পর্দার ফুলকিকে দেখতে পাওয়া যাবে দেবী ললিতা ত্রিপুরসুন্দরী রূপে।
দেবী কৌশিকীর ভূমিকায় পর্দায় দেখা মিলবে আরাত্রিকা মাইতির। আরাত্রিকার নতুন ধারাবাহিক 'জোয়ার ভাটা' সম্প্রচারিত হচ্ছে।
ভদ্রকালী রূপে পর্দার মহালয়ায় ধরা দেবেন 'পরিণীতা'-র পারুল- ঈশানি চট্টোপাধ্যায়।
মোহনা মাইতি অর্থাৎ 'তুই যে আমার হিরো'-র আরশিকে দেখতে পাওয়া যাবে দেবী চামুন্ডার রূপে।
'কোন গোপনে মন ভেসেছে' খ্যাত শ্যামলী অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে দেবী শতাক্ষী, শাকম্ভরী এবং দুর্গমনাশিনী দুর্গা রূপে।
দেবী জগদ্ধাত্রী রূপে দেখা মিলবে 'আনন্দী' ধারাবাহিকের অন্বেষা হাজরার।
'কুসুম' ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা তনিষ্কা তিওয়ারি। এবার তাঁকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী রূপে। (সমস্ত ছবি: সংগৃহীত)