Advertisement
মনোরঞ্জন

Devlina Kumar Photo : সমুদ্রের তীরে লাস্যময়ী দেবলীনা, এ যেন 'বাংলার উরফি জাভেদ'

দেবলীনা কুমার
  • 1/8

থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Actress Devlina Kumar)। সঙ্গে গিয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও।

দেবলীনা কুমার
  • 2/8

থাইল্যান্ডের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এর আগেও ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। 

দেবলীনা কুমার
  • 3/8

এবার ফের একবার তারই পুনরাবৃত্তি। থাইল্যান্ডের ফুকেটে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ফটোশ্যুট করেছেন দেবলীনা কুমার। 

Advertisement
দেবলীনা কুমার
  • 4/8

নীল ও সবুজ প্রিন্টের টু-পিস এবং সানগ্লাস চোখে সমুদ্রের তীরে যেন আগুন ঝরাচ্ছেন দেবলীনা।

আরও পড়ুন -  শুধু মোবাইল নয়, এই ৪ কারণেও চোখ থেকে পড়তে পারে জল, এখনই সবাধান হোন

দেবলীনা কুমার
  • 5/8

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। কমেন্ট করতে শুরু করেছেন নেটিজেনরা। এসেছে মিশ্র প্রতিক্রিয়া।

দেবলীনা কুমার
  • 6/8

অনেকেই তাঁর ছবির দারুণ প্রশংসা করেছেন। আবার এক ইউজার লিখেছেন, 'যা পরছো তাও না পরলে হতো।' উত্তরে দেবলীনা লিখেছেন, 'একবার ভেবেছিলাম.. তারপর মনে পরলো আপনার মতো পাবলিকরা আছে।' অন্য এক ইউজার আবার লিখেছেন, 'বেঙ্গলি উরফি জাভেদ।' 

 

দেবলীনা কুমার
  • 7/8

আর শুধু সাধারণ ইউজাররাই নন, কমেন্ট করেছেন সেলেব্রিটিরাও। 

Advertisement
দেবলীনা কুমার
  • 8/8

সমস্ত ছবি সূত্র - সোশ্যাল মিডিয়া

Advertisement