Advertisement
মনোরঞ্জন

Tollywood Actress Winter Fashion: একে অপরকে টেক্কা দিচ্ছেন টলি নায়িকারা! দেখুন এবারের শীতের ফ্যাশন ট্রেন্ড

  • 1/9

শীতকাল অনেকেরই প্রিয় ঋতু কারণ শীতে রকমারি ফ্যাশনেবল পোশাক পরা যায়। তারকাও এই শীতে যেন একে অপরকে টেক্কা দিচ্ছেন ফ্যাশনেবল উইন্টার কালেকশনে। আসুন উঁকি মারা যাক টলি সুন্দরীদের ওয়ারড্রবে। যেখান থেকে আপনিও টিপস পেতে পারেন, এবারের উইন্টার ফ্যাশন নিয়ে।   

  • 2/9

 সাংসদ অভিনেত্রী নুসরত জাহান সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন তাঁর উইন্টার কালেকশন ফ্লন্ট করে। ধূসর রঙা হাইনেক ওভারসাইজড সোয়টারে দারুণ ফ্যাশন গোলস সেট করছেন নুসরত। সঙ্গে নায়িকা পরেছেন হালকা রঙের হট প্যান্ট। 

  • 3/9

অন্য একটি ছবিতে আবার নুসরতকে দেখা যাচ্ছে ডেনিম জ্যাকেটে। পার্টি হোক কিংবা পিকনিক, এই ধরনের জ্যাকেট পরে আপনিও নজর কাড়তে পারেন সকলের। 

Advertisement
  • 4/9

উইমেন ইন ব্ল্যাক! মিমি চক্রবর্তীর এই ছবিগুলি দেখে একথা বলাই যায়। শর্ট ব্ল্যাক ড্রেসের সঙ্গে, সাংসদ -নায়িকা পরেছেন ম্যাচিং সিক্যুইন জ্যাকেট। সঙ্গে তাঁর পায়ে রয়েছে নেটের স্টকিংস। তাহলে পরের পার্টিতে কি এভাবেই সাজছেন আপনি? 

  • 5/9

বিভিন্ন ফটো শ্যুটের ঝলক সোশ্যাল পেজে সকলের সামনে প্রায়ই তুলে ধরেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নায়িকার বেশ কয়েকটি ছবির মধ্যে নীল রঙা ব্লেজার পরা এই  ছবিগুলিতে তিনি সকলের মন বেশ জয় করেছেন। ন্যুড শর্ট ড্রেসের সঙ্গে কনট্রাস্ট করে তুঁতে- নীল রঙের একটি ব্লেজার পরেছেন শুভশ্রী। 
 

  • 6/9

অন্য একটি ছবিতে আবার শুভশ্রী পরেছেন লং, ফুল স্লিভ মেরুন সিক্যুইন ড্রেস। শীতে শর্ট ড্রেস পরা এড়িয়ে, পার্টিওয়ার হিসাবে লং ড্রেস বেছে নেওয়া সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত।

  • 7/9

মাল্টি কালারের কো ওর্ডের সঙ্গে, ম্যাচিং জ্যাকেট পরেছেন কোয়েল মল্লিক। নায়িকার চুলে রয়েছে একই প্রিন্টের ব্যান্ডানা এবং পরনে একেবারে হাল্কা মানানসই গয়না। এই ধরনের পোশাকে আপনিও হতে পারেন অনন্যা। 

Advertisement
  • 8/9

শ্রাবন্তী চট্টোপাধ্যায়েও সম্প্রতি একটি পার্টির জন্যে বেছে নিয়েছিলেন কালো রঙের লং স্লিট ড্রেস। সে সঙ্গে একটি সিক্যুইন জ্যাকেট পরেছেন নায়িকা। যা একেবারে পার্টির জন্য পারফেক্ট।

 

  • 9/9

শর্ট ড্রেস পছন্দ, অথচ হাল্কা ঠাণ্ডাও লাগছে। তাহলে কৌশানী মুখোপাধ্যায়ের স্টাইল স্টেটমেন্ট ভাল লাগতে পারে আপনার। শর্ট হলেও তাঁর কালো রঙা এই পার্টি ড্রেস মেটিরিয়ালটা ভেলভেটের এবং ফুল স্লিভের। এতে যেমন স্টাইল হবে, সেরকম ঠাণ্ডাও কম লাগবে। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)   

 

Advertisement