Advertisement
মনোরঞ্জন

Dharmendra Demise: কিছুদিন পরেই ছিল জন্মদিন, গ্র্যান্ড সেলিব্রেশনের প্ল্যান ছিল সানি, ববি, এষাদের

Dharmendra passes away
  • 1/11

৮৯ বছর বয়সে প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। সোমবার সকাল থেকেই অবস্থার অবনতি ঘটে অভিনেতার।
 

Dharmendra passes away
  • 2/11

সংবাদ সংস্থার ভিডিও অনুসারে, মুম্বইয়ের শ্মশানের বাইরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলিউড সেলেবরা। 
 

Dharmendra passes away
  • 3/11

একে একে আসেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান সহ একাধিক বলিউড তারকারা। 
 

Advertisement
Dharmendra passes away
  • 4/11

চোখের জল মুছতে মুছতে স্বামীর শেষকৃত্যে পৌঁছান স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এষা দেওল। তবে মুখ ঢাকা ছিল এষার। 
 

Dharmendra passes away
  • 5/11

বলিউডের হি-ম্যান-এর প্রয়াত হওয়ার ঘটনায় শোকাহত তাঁর সহ-অভিনেত্রী শর্মিলা ঠাকুর। চুপকে চুপকে, আঁধি, নমক হালাল, সবসে বড়া রূপাইয়া সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেন শর্মিলা-ধর্মেন্দ্র। শর্মিলা জানিয়েছেন যে অসাধারণ মানুষের চলে যাওয়া ভীষণ দুঃখের।  
 

Dharmendra passes away
  • 6/11

আশা পারেখের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। অভিনেতার প্রয়াণের খবরে আশা জি বলেন, সকলের যত্ন নেওয়া মানুষটি চলে গেল। শ্যুটিং সেটে ধর্মেন্দ্র জি সকলের দিকে খেয়াল রাখতেন। 
 

Dharmendra passes away
  • 7/11

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর প্রথম রুটিন চেকআপের জন্য মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ১০ নভেম্বর তাঁর অবস্থার অবনতি ঘটে। রটে গিয়েছিল মৃত্যুগুঞ্জনও।
 

Advertisement
Dharmendra passes away
  • 8/11

এর দিনদুয়েক পরেই অভিনেতাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতেই চিকিৎসা চলতে থাকে তাঁর।
 

Dharmendra passes away
  • 9/11

৮ ডিসেম্বরই ৯০ বছরে পা দিতেন ধরম জি। পরিবারের সদস্যরা এই জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার প্রস্তুতি শুরু করেছিলেন।
 

Dharmendra passes away
  • 10/11

মুম্বইয়ের বান্দ্রায় ধর্মেন্দ্রের বাড়িতেই বড়সড় আয়োজনের পরিকল্পনা চলছিল। সানি দেওল ও ববি দেওল এই অনুষ্ঠানের দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন। 
 

Dharmendra passes away
  • 11/11

ধর্মেন্দ্রর ৯০ বছরের গ্র্যান্ড জন্মদিনে অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানেরও উপস্থিত থাকার কথা ছিল। 
 

Advertisement