Advertisement
মনোরঞ্জন

Eid-ul-Fitr: বিরিয়ানি রাঁধলেন সারা,কেমন হল বলি তারকাদের জমকালো ঈদ পার্টি?

  • 1/11

সারা বিশ্বে ঈদ উদযাপিত হচ্ছে। কোথাও  সেমাইয়ের সুবাস তো কোথাও চলছে ভোজের আয়োজন। এমনকি বিটাউনেও ঈদের কোলাহল সর্বত্র। খুশির  এই উৎসবে বিশেষ প্রস্তুতি নিয়েছেন টেলিভিশন ও বলিউড অভিনেত্রীরা। হিনা খান থেকে সারা আলি খান, সবাই বিশেষভাবে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

  • 2/11


ঈদের বিশেষ প্রস্তুতি নিয়েছেন হিনা খান। কাশ্মীরে পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সবুজ শেডের সালোয়ার স্যুট এবং পার্ল চোকার নেকপিসে হিনাকে একেবারেই ঈদের চাঁদ মনে হচ্ছে।

  • 3/11

ঈদের আগের দিন কাশ্মীরের সুন্দর আবহাওয়ার দৃশ্য দেখিয়েছিলেন হিনা। রাতের আঁধারে লেকে ভেসে থাকা শিকারা, লেকের পাড়ে বসে থাকা হিনা সবাইকে খুব সুন্দর লাগছিল।
 

Advertisement
  • 4/11

গওহর খানও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রমজানের শেষ দিন  বোনদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। হাতে ও গলায় ফুলের গয়না পরা গওহর ও নিগার খানকে ঈদের জন্য খুব খুশি দেখাচ্ছিল।
 

  • 5/11


গওহর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের দিনের একটি ছবিও শেয়ার করেছেন। মেরুন রঙের সালোয়ার স্যুট, হাতে মেহেন্দি, সোনার অলঙ্কার পরা গওহর বালাকে খুব সুন্দর দেখাচ্ছে।

  • 6/11

পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি।
 

  • 7/11


ঈদে সোহা আলি খানের বাড়িতে তৈরি হয় সেমাই। অভিনেত্রী রান্নাঘরে সেমাই তৈরি করার সময় মেয়ে ইনার সঙ্গে নিজের এবং স্বামী কুনাল খেমুর একটি ছবি শেয়ার করেছেন। স্লিভলেস গোলাপী সালোয়ার স্যুট, কপালে একটা ছোট টিপ, কানে ঝুমকো,  সোহাকে অপূর্ব লাগছে। তিনি ঈদে শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
 

Advertisement
  • 8/11

শিল্পা শেঠি তার ভক্তদের যেকোনো উৎসবে শুভেচ্ছা জানাতে ভোলেন না। ঈদের জন্যও প্রস্তুত ছিলেন শিল্পা। ট্র্যাডিশনাল পোশাক, মেহেন্দি, চোখে গাঢ় কাজল আর খোলা চুল শিল্পার মুখকে উজ্জ্বল করে তুলেছিল। তিনি শুভেচ্ছা জানিয়ে বললেন- 'আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক।'
 

  • 9/11


দীপিকা কক্করও ভক্তদের মেহেন্দি লাগিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কমলা রঙের শারারা, দুই হাতে মেহেন্দি আর মুখে হাসি নিয়ে দীপিকার এই ছবিটি ঈদের আনন্দের কথা বলে দেয়।

  • 10/11

আদাব করার সময় নিজের ছবিও শেয়ার করেছেন তিনি। ভক্তরাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

  • 11/11

ঈদে বিরিয়ানি বানালেন সইফ কন্যা সারা আলি খান। ঈদে তৈরি করুন বিশেষ খাবার,  ট্যাগ লাইন দিয়েছেন সারা। আসলে, অভিনেত্রী ঈদে তার একটি প্রচারমূলক ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে ঈদের জন্য বিরিয়ানি বানাতে শিখতে দেখা যায়। এই ভিডিওতে মিরর ওয়ার্কের গোলাপি সালোয়ার স্যুট, কানে বড় দুল, নাকে নোজপিন পরা সারাকে অপূর্ব দেখাচ্ছে। তিনিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

Advertisement