Advertisement
মনোরঞ্জন

বিয়ের ২ দিনের মধ্যেই প্রাক্তন প্রেমিক কুশলের সঙ্গে একই ফ্লাইটে গহর! চলছে জল্পনা

  • 1/10

বড়দিনে দীর্ঘ দিনের প্রেমিক জায়েদ দরবারের সঙ্গে নিকাহ সেরেছেন অভিনেত্রী গহর খান। সোস্যাল মিডিয়া ছেয়ে গেছে তাঁদের বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবিতে। (ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 2/10

সম্প্রতি নবদম্পতিকে দেখা গিয়েছিল এয়ারপোর্টে। লখনৌতে একটি কাজে যাচ্ছিলেন গহর। আর তাই সদ্য বিবাহিত গহরকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন নতুন বর জায়েদ। (ছবি সৌজন্যে: ফেসবুক)
 

  • 3/10

 লখনৌয়ের একই ফ্লাইটে ছিলেন গহরের প্রাক্তন প্রেমিক অভিনেতা কুশল ট্যান্ডন এবং কাকতালীয় ভাবে তাঁদের বসার জায়গাও ছিল কাছাকাছি। (ছবি সৌজন্যে: ফেসবুক)

Advertisement
  • 4/10

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কুশল জানা, যে তিনি গহরকে ধাওয়া করছেন না এবং প্রাক্তন প্রেমিকার নতুন বিবাহিত জীবনের জন্যে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। (ছবি সৌজন্যে: ফেসবুক)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chipku Media (@chipkumedia)

  • 5/10

জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ৭'-এ প্রতিযোগী ছিলেন দুজনেই এবং সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সমস্যার জেরে যখন কুশলকে শো ছেড়ে যেতে বলা হয়েছিল, প্রতিবাদে গহরও শো ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন। এই নিয়ে চলেছিল জোড় জল্পনা। (ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 6/10

একই সঙ্গে 'জরুরি থা' বলে একটি মিউজিক ভিডিওর কাজ করেছিলেন গহর ও কুশল। প্রায় এক বছর সম্পর্কে থাকার পর ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। (ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 7/10

এরপর দীর্ঘ ছয় বছর পর নতুনভাবে জীবন শুরু করলেন গহর। নিজের থেকে ১১ বছরের ছোট জায়েদকে বিয়ে করলেন তিনি। (ছবি সৌজন্যে: ফেসবুক)

Advertisement
  • 8/10

বিয়ের প্রতিটা অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে তাঁদের সম্পর্কের রসায়ন ধরা পড়ছে।বলা চলে কার্যত একে অপরকে চোখে হারাচ্ছেন 'গাজা'। (ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 9/10

রাজকীয় ভাবে নিকাহের পর হয়েছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন পার্টিও। (ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 10/10

 বিয়ের প্রতিটি অনুষ্ঠানে গহর ও জায়েদ কখনও পরেছিলেন ম্যাচিং তো কখনও কনট্রাস্ট পোশাক। গহরের রিসেপশনের লেহেঙ্গা ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। (ছবি সৌজন্যে: ফেসবুক)

Advertisement