scorecardresearch
 
টলিউড

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ-ঐন্দ্রিলা! ধরা পড়ল লাভ বার্ডসের আদরমাখা মুহূর্ত

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 1/9

টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের কথা। খবর, আগামী বছরের শুরুতেই শুভ কাজটি সেরে ফেলবেন তাঁরা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 2/9

বিয়ের জল্পনার মাঝেই এবার হিমাচল প্রদেশে বিশেষ সময় কাটাটে গেলেন লাভ বার্ডস। যদিও সঙ্গে রয়েছেন বন্ধু জুটি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 3/9

 হিমাচলে এই মুহূর্তে চলছে তুষারপাত। জবুথবু হয়েই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন তাঁরা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 4/9

 নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি দেখলেই বোঝা যায় ঠান্ডায় আদুরে আলাপে মেতেছেন এই টলি কাপল। একে অপরকে জড়িয়ে রেখেছেন আষ্টেপিষ্টে।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 5/9

 ছাইরঙা লং কোট, টুপি, গ্লাভস পরে বরফের মাঝেই ঐন্দ্রিলা শেয়ার করেছেন নিজের ছবি। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

 

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 6/9

গার্লফ্রেন্ডের মতো কার্যত একই লোকেশনে একটু ভিন্ন পোজে বরফের মাঝেই ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 7/9

গার্লফ্রেন্ডের মতো কার্যত একই লোকেশনে একটু ভিন্ন পোজে বরফের মাঝেই ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 8/9

কিছুদিন আগেই পরিবারে নতুন অতিথি এসেছে তাঁদের। নতুন গাড়ি কিনেছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। শো-রুম থেকেই কালো স্কোডার সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করলেন দুজনেই। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

হিমাচলে ভ্যাকেশনে অঙ্কুশ- ঐন্দ্রিলা
  • 9/9

সময়টা বেল ভালই যাচ্ছে এই জনপ্রিয় জুটির। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত 'ম্যাজিক'। প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এছাড়াও আগামী বছরে আরও চারটি নতুন ছবি রিলিজ করার কথা অঙ্কুশের। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)