scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Janhabi Kapoor Stunning Photos: জাহ্নবীকে এই পোশাকে দেখে চোখ ফেরাতে পারছেন না কেউ, দেখুন

জাহ্নবী কাপুর
  • 1/8

জাহ্নবী কাপুর প্রায় দিনই সোশ্যাল মিডিয়াতে নিজের নানা রকমের ফটো শেয়ার করতে থাকেন এবং চর্চার শীর্ষে থাকেন। দিন দিন তাঁর সৌন্দর্য যেন উপচে পড়ছে। কখনও ট্র্যাডিশনাল, কখনও ওয়েস্টার্নে তাঁর জলওয়া ছড়াতে  থাকেন নেট জুড়ে।

জাহ্নবী কাপুর
  • 2/8

প্রায় প্রতিটি পোষাকেই জাহ্নবী স্টানিং লুকে প্রকাশ্যে আসেন। তাঁর পোশাক এবং বাছাই সবসময়ই প্রশংসনীয়। এখন জাহ্নবী তাঁর নতুন পোশাকে ইন্টারনেটে ছবি পোস্ট করেছেন।

জাহ্নবী কাপুর
  • 3/8

যা দেখেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। দুধ দাদা, বুক খোলা পোশাকে জাহ্নবীর এই নতুন লুকে তাঁর সাদা পরীর মত ফিল এনে দিয়েছে। যা দেখে খুশি ভক্তরাও।

Advertisement
জাহ্নবী কাপুর
  • 4/8

জাহ্নবী হোয়াইট কালারের টপ, কুর্তা এবং ম্যাচিং থাই-হাই স্লিট মিনিস্কার্ট পড়েছেন। নিজের আউটফিটকে তিনি ওপেন হোয়াইট ব্লেজার এর সঙ্গে কমপ্লিট করেছেন।

জাহ্নবী কাপুর
  • 5/8

তাঁর পোশাকের সঙ্গে তিনি তিনি লেয়ারড নেকলেস এবং স্টোন স্টেটেড ইয়াংরিংস পড়েছেন। হালকা কালারের লিপস্টিক এবং হেয়ার স্টাইল করেছেন, যা দেখে ফ্যানেদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে।

জাহ্নবী কাপুর
  • 6/8

এখন কিছুদিন আগেই তিনি রেড ব্যাকলেস ড্রেসে নিজের কিলার লুকে সামনে এসেছিলেন। সেই মুগ্ধতা থেকে এখনও বের হতে পারেননি ভক্তরা। তার মধ্যেই আবার সাদা পোশাকে তিনি ঘুম ওড়াতে হাজির হয়েছেন।

জাহ্নবী কাপুর
  • 7/8

নেটিজেন ও ভক্তরা তাঁকে যথারীতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিউটিফুল, ইম্প্রেসিভ, বলে বয়ান করেছেন। কেউ কেউ বলছেন আপনি সবার চেয়ে আলাদা। সুন্দর, গর্জাস, বিউটি, হট বিশেষণের কমতি ছিল না।

Advertisement
জাহ্নবী কাপুর
  • 8/8

এমনিতেই জাহ্নবীর কার্ভি ফিগার এই মুহূর্তে পুরুষের পাশাপাশি মহিলাদের অন্যতম পছন্দের। সকলেই খোলা মনে প্রশংসা করতে দ্বিধা করেন না তাঁর। অ্যাক্ট্রেস খুব দ্রুত গুডলাক জেরি ছবিতে নজরে আসবেনষ সিদ্ধার্থ সেনগুপ্তর নির্দেশনায় তৈরি এই ফিল্ম ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টার এর রিলিজ হচ্ছে। এছাড়া জানুয়ারিতে মিস্টার এন্ড মিসেস মাহি এবং মিলি-র মতো নতুন সিনেমা রয়েছে।

Advertisement