scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

K L Saigal : হিন্দি ছবির 'প্রথম সুপার স্টার', কলকাতায় কাজ করতেন মাসিক ২০০ টাকায়

কে এল সায়গল
  • 1/7

প্লে ব্যাক সিঙ্গিং থেকে অভিনয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক সদা উজ্জ্বল নাম কুন্দন লাল সায়গল বা কে এল সায়গল (K. L. Saigal)। একদিকে সুকণ্ঠের জন্য তিনি এখনও যেমন মানুষের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন, ঠিক তেমনই তাঁর অভিনয়ও ভুলতে পারেননি চলচ্চিত্রপ্রেমীরা। 

কে এল সায়গল
  • 2/7

বলা হয় হিন্দি সিনেমার জগতে তিনিই 'প্রথম সুপার স্টার'। শোনা যায়, হিন্দি চলচ্চিত্রের কেন্দ্রভূমি বর্তমানে মুম্বইতে হলেও, একসময় তা ছিল কলকাতায়। সেই সময় কলকাতার সঙ্গে নিবিড় যোগ ছিল কে এল সায়গলের।

কে এল সায়গল
  • 3/7

জন্ম জম্মুতে হলেও দীর্ঘ সময় কলকাতা শহরে কাটিয়েছেন তিনি। একসময় কলকাতায় প্রচুর মেহফিল-ই-মুশাইরা করেছেন সায়গল। 

Advertisement
কে এল সায়গল
  • 4/7

১৯৩০-এর দশকের প্রথম দিকে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক হরিশচন্দ্র বালি আর সি বোরালের সঙ্গে সায়গলের পরিচয় করিয়ে দেন। নিউ থিয়েটার্স স্টুডিওতে মাসিক ২০০ টাকার চুক্তিতে কাজও করেছেন তিনি। সেই সময় পঙ্কজ মল্লিক, কে সি দে এবং পাহাড়ি সান্যালের মতো ব্যক্তিত্বের সংস্পর্শে আসেন কে এল সায়গল। 

কে এল সায়গল
  • 5/7

আর শুধু তাই নয়, ভীষণ ভাল বাংলাও বলতে পারতেন তিনি। অভিনয় করেছেন ৭টি বাংলা ছবিতে। গেয়েছেন ৩০টি বাংলা গান। 

অভিনয় করছেন কে এল সায়গল
  • 6/7

শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) প্রথম অবাঙালি হিসেবে সায়গলকে নিজের গান গাইতে দেওয়ার আগে তাঁর গান শুনেছিলেন। 

কে এল সায়গল
  • 7/7

এরপর ১৯৪১ সালে মুম্বইতে যান সায়গল। বেশকয়েকবছর সেখানেও কাজ করেন তিনি। ১৯৪৭-এর ১৮ জানুয়ারি পঞ্জাবের জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার 'প্রথম সুপার স্টার'।  

Advertisement