scorecardresearch
 
মনোরঞ্জন

Srabanti Chatterjee: হাঙ্গামার মাঝেই কাবেরি অন্তর্ধান, চমক লাগাচ্ছেন 'গৃহবধূ' শ্রাবন্তী

Srabanti Chatterjee
  • 1/10

টলিউডের বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চা চলতেই থাকে। সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই নানান আলোচনা দেখা যায়।
 

Srabanti Chatterjee
  • 2/10


ব্যক্তিগত জীবন নিয়ে টলিপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে নানান গুঞ্জন চললেও সব সময় তিনি যে তাতে খুব একটা কর্ণপাত করেন তা নয়।
 

Srabanti Chatterjee
  • 3/10

এই মুহূর্তে তিনি নিজের আগামী ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ফোর মোর শর্টস প্লিজ’ ছবি নিয়ে ব্যস্ত টলিউডের সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী।

Srabanti Chatterjee
  • 4/10

বনি-কৌশানি আর ওম-শ্রাবন্তী জুটিকে নিয়ে আসছে 'হাঙ্গামা ডট কম'। পরিচালনায় ড: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

Srabanti Chatterjee
  • 5/10

পাশাপাশি  ২৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ছবির শ্য়ুটিং। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে এবং কালিম্পং-এ ছবির শ্যুটিং হওয়ার কথা। আগামী বছর ২০২৩-এ মুক্তি পাবে 'হাঙ্গামা ডট কম'।

Srabanti Chatterjee
  • 6/10

 নতুন বছরের প্রথম মাসে আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’। ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী, প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। 

Srabanti Chatterjee
  • 7/10

পোস্ট করা ছবিতে প্রায় মেকআপহীন দেখা গিয়েছে শ্রাবন্তীকে। একদম আর পাঁচটা বাঙালি ঘরের গৃহবধূর মত দেখা গিয়েছে তাঁকে। খোঁপা করে বাঁধা চুল, পরনে শাড়ি আর হালকা শীতের জন্য হাত কাটা লাল সোয়েটার। ১৯৭৫ থেকে ৭৭ পর্যন্ত টানা ১৮ মাস চলেছিল জরুরি অবস্থা। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর সেই সময়ের পটভূমিতেই তৈরি হয়েছে ছবিটি।  
 

Srabanti Chatterjee
  • 8/10

টলিউডে দেখতে দেখতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী।  তাঁর সৌন্দর্যের পাশে যেন সবাই ফিকে!
 

 
 

 

 

Srabanti Chatterjee
  • 9/10

টলিউডের অন্যতম গ্ল্যামারাস ডিভা শ্রাবন্তী। তবে ফিটনেসের ব্যাপারে খুব বেশি সচেতন নায়িকা এমনটা বলা যাবে না। কিন্তু সম্প্রতি শরীরচর্চায় ভারী মন নায়িকার। বছরখানেক আগেই জিমখানা খুলেছিলেন শ্রাবন্তী। আজকাল প্রায়শই শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করছেন তিনি।

 

 

Srabanti Chatterjee
  • 10/10

 আলোচনায় থাকতে বেশ পছন্দ করেন তিনি। তার অভিনয়, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা সব সময়ই হয় টালিউডপাড়ায়। বিয়ে, বিচ্ছেদ, প্রেম নিয়ে বছরের প্রায় দিনই নিন্দুকেরা তাকে আঘাত করে থাকেন।