Advertisement
মনোরঞ্জন

Katrina Kaif at Maldives: মালদ্বীপে ভিকিকে ছাড়াই সেলফি ক্যাটরিনার, কী হল?

  • 1/7

বিয়ের মাস খানেক কাটতে না কাটতেই মালদ্বীপে (Maldives) দেখা গেল নায়িকা ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। সেখানে গিয়ে সেলফিও ক্লিক করলেন। তবে স্বামী ভিকি কৌশলকে (Vicky Kaushal) ছাড়াই ছবি তুলতে দেখা গেল ক্যাটকে।
 

  • 2/7

সম্প্রতি নিজের কিছু ছবি শেয়ার করেছেন ক্যাট। এই ছবিগুলিতে তাঁকে মালদ্বীপ সফরে সমুদ্র সৈকতে উপভোগ করতে দেখা যাচ্ছে। বিভিন্ন ভঙ্গিতে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। 
 

  • 3/7

ছবিটি শেয়ার করে ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন- '#myhappyplace'। এই ছবিগুলিতে ভালবাসায় ভরান ভক্তরা। প্রিন্টেড পোশাকে দেখা যায় অভিনেত্রীকে।
 

Advertisement
  • 4/7

একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে মালদ্বীপ গেছেন বলেই খবর। সেখানেই নিজের জন্য সময় বের করে সেলফি তোলেন অভিনেত্রী।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

  • 5/7

২০২১-এর ডিসেম্বরে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন। ছোট-বড় প্রতিটি অনুষ্ঠানে ছবি শেয়ার করেন এই বলি দম্পতি।
 

  • 6/7

ক্যাটরিনা কাইফের হাতে এই মুহূর্তে রয়েছে সলমন খানের ছবি টাইগার থ্রি। এই ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি ছবির শ্যুটিং। দিল্লিতে ছবির পরবর্তী শিডিউলের শ্যুটিং করতে চলেছেন সলমন ও ক্যাটরিনা।
 

  • 7/7

এ ছাড়া, 'মেরি ক্রিসমাস' নামে একটি সিনেমাও রয়েছে ক্যাটরিনার। এই সিনেমায় তাঁকে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক শ্রীরাম রাঘবন।
 

Advertisement