scorecardresearch
 
Advertisement
টলিউড

Kuler Achaar & The Eken: এবছরই বড় পর্দায় আসছে 'কুলের আচার' ও 'দ্য একেন'! দেখুন জোড়া মহরৎ-এর PHOTOS

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 1/9

করোনা অতিমারীর জন্য বিনোদন জগত বিপুল ভাবে প্রভাবিত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই সুখবর পাচ্ছেন বাংলা সিনেমাপ্রেমীরা। কিছুদিন আগেই প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF) ঘোষণা করেছে আসন্ন দুই ছবি 'দ্য একেন' (The Eken) এবং 'কুলের আচার' (Kuler Achaar)-এর। সম্প্রতি হয়ে গেল এই দুই ছবির শুভ মহরৎ। 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 2/9

প্রযোজনা সংস্থার অফিসেই হয়ে গেল শুভ মহরৎ। হাজির ছিলেন দুটি ছবির কলাকুশলীরা। ক্ল্যাপস্টিক হাতে সকলেই মেতেছিলেন ফটো সেশনে। শুভ কামনা চেয়ে, নিজেদের সোশ্যাল পেজেও একাধিক ছবি শেয়ার করেছেন তাঁরা। 
 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 3/9

নতুন মজার ফ্যামিলি ড্রামা 'কুলের আচার' ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। 'পদবী' মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বহু মহিলারাই বিয়ের পর পদবী বদল করতে নারাজ। আর এটাই মূল বিষয়বস্তু এই ছবিরও। নারীকেন্দ্রিক ছবি হলেও, 'কুলের আচার'-এ দর্শকরা পাবেন আদর্শ পারিবারিক বন্ধন, স্নেহ ও ভালোবাসার ফ্লেবার।

Advertisement
Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 4/9

এই ছবির মাধ্যমেই দীর্ঘ পাঁচ বছর পর, বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার।  এছাড়াও রয়েছেন নীল মুখোপাধ্যায়। 'কুলের আচার'-র গল্প লিখেছেন সুদীপ দাস। ছবি পরিচালনাও করবেন তিনি। এছাড়াও, পরিচালক মৈনাক ভৌমিক রয়েছেন ছবির ক্রিয়েটিভ ডিরেকশনের গুরু দায়িত্বে। 'প্রসেন এর দল বল' ছবির সঙ্গীত পরিচালনা করবেন। 
 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 5/9

মিঠির সঙ্গে বিয়ে হয়, প্রীতমের। স্ত্রীকে যথেষ্ট সাপোর্ট করেন তিনি। এদিকে বিয়ের পর মিঠি বেঁকে বসেছে, কিছুতেই পদবী বদলাবে না সে। এই নিয়ে ঘটতে থাকে নানা মজার ঘটনা। ছবিতে মিঠি ও প্রীতমের চরিত্রে অভিনয় করছেন মধুমিতা ও বিক্রম। অন্যদিকে বিক্রমের মা ও বাবার চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী ও নীলকে। 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 6/9

এসভিএফ -এর ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই' -তে দর্শকদের মন জয় করার পর এবার প্রযোজনা সংস্থা নিয়ে আসছে 'দ্য একেন'। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায়, রুপোলী পর্দাতেও চমক দেবেন একেন বাবু -অনির্বাণ চক্রবর্তী। 
 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 7/9

বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত।  ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার এবং গানের কথা লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য। ছবির চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর লেখা। 
 

Advertisement
Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 8/9

অনির্বাণ ছাড়া আর কারা থাকবেন 'দ্য একেন' গল্পের অংশ হিসাবে, সে বিষয় এখনও অনির্বাণ সহ গোটা টিম একেবারে মুখে কুলুপ এঁটে থাকলেও, এদিনের অনুষ্ঠানে অনেকের ঝলকই মিলেছে। 'দ্য একেন' -এর টিমে হাজির ছিলেন সুহত্র মুখোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, সোমক ঘোষরা। 

Kuler Achaar and The Eken upcoming Bengali movies Shubh Muhurat Photos -'কুলের আচার' ও 'দ্য একেন
  • 9/9

 সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে দুটি ছবির শ্যুটিং এবং চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দ্য একেন' এবং 'কুলের আচার'।

Advertisement