বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ পল্লবী শর্মা, যিনি বেশ কয়েক বছর পর্ণা হয়েই দর্শকদের মন জয় করে ছিলেন।
পল্লবী তথা পর্ণার অভিনয় দর্শকদের মুগ্ধ করতে খুব বেশি সময় নেয়নি।
'নিম ফুলের মধু' সিরিয়ালের অন্যতম ইউএসপি ছিলেন পল্লবী তথা পর্ণা দত্ত।
সিরিয়াল শেষ হয়েছে বটে কিন্তু জনপ্রিয়তা একটুও কমেনি পল্লবীর। আজও তিনি পর্ণা কিংবা জবা নামেই বেশি পরিচিত।
এই মুহূর্তে পর্ণা ওরফে পল্লবী শর্মা একজন জনপ্রিয় অভিনেত্রী। আর তাঁর পারিশ্রমিক যে চড়া হবে সেটা আর নতুন করে বলার কিছুই নেই।
‘কে আপন কে পর’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তাঁর অভিনয়ের পথ চলা। জবা হিসাবে সেই সময় পরিচিতি পান তিনি। সে সময় লিডেই তিনি পেতেন মাত্র ২০ হাজার টাকা।
এরপর দীর্ঘ বিরতির পর পর্ণা ফেরেন নিম ফুলের মধু সিরিয়ালে। বিনোদনের এক ওয়েব সাইট থেকে জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার টাকা।
এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর ফের পল্লবী ফিরছেন ছোটপর্দায়। আর এই পারিশ্রমিক যে বাড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
নতুন ধারাবাহিকের নাম, 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবীর বিপরীতে এখানে দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে।
ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল তাঁর ধারাবাহিক 'নিম ফুলের মধু' । এই ধারাবাহিকে রুবেল দাসকে দেখা গিয়েছিল পল্লবীর বিপরীতে। ছবি সৌজন্যে: ফেসবুক