Advertisement
মনোরঞ্জন

National Film Awards- Shah Rukh Rani: জাতীয় পুরস্কারে SRK ও রানি, কখনও সেলফি-কখনও আড্ডায় 'রাহুল-টিনা'

National Film Awards
  • 1/9

৭১ তম জাতীয় পুরস্কার কাদের ঝুলিতে গিয়েছে সেই নাম ঘোষণা হয়েছে আগেই ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে, জানানো হয় কাদের মাথায় এবার উঠল বিজয়ীর শিরোপা। আজ অর্থাৎ মঙ্গলবার, দিল্লির বিজ্ঞান ভবনে সম্পন্ন হল সেই অনুষ্ঠান। 
 

National Film Awards
  • 2/9

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মান মনে করা হয় এই পুরস্কারকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবির জন্য পুরস্কার প্রদান করলেন।

National Film Awards
  • 3/9

প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৷ এদিনের অনুষ্ঠানে শাহরুখ ও রানিকে পাশাপাশি বসতে দেখা গেল।

Advertisement
National Film Awards
  • 4/9

বলিউড বাদশা ছিলেন কালো রঙা ব্লেজারে, অন্যদিকে রানির পরনে বাদামী শাড়ি। শাহরুখকে 'জওয়ান' ছবিতে অভিনয়ের জন্য সম্মানিত করা হল। রানি এই সম্মান পেলেন মিসেস 'চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে' ছবিতে অভিনয়ের জন্য।
 

National Film Awards
  • 5/9

শাহরুখ ছাড়াও বিক্রান্ত ম্যাসি 'টুয়েলভথ ফেল' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এছাড়াও, 'টুয়েলভথ ফেল' ছবিটি পেয়েছে সেরা ফিচার ফিল্মের পুরস্কার।

National Film Awards
  • 6/9

পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন দক্ষিণী তারকা মোহনলাল ৷  সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছেন অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'।

National Film Awards
  • 7/9

হিন্দি চলচ্চিত্র জগতে ৩০ বছরের পার করার পর, শাহরুখ খান আজ  প্রথম জাতীয় পুরস্কার পেলেন। জাতীয় পুরস্কার সম্মানের যারা পান, তাঁদের একটি পদক, একটি শংসাপত্র এবং ২ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু শাহরুখ ২ লক্ষ টাকার পরিবর্তে ১ লক্ষ টাকা পাবেন। 

Advertisement
National Film Awards
  • 8/9

 আসলে, বিক্রান্ত এবং শাহরুখ দু'জনেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ফলে তাঁদের পুরস্কারের অর্থ ভাগ করে নিতে হবে। জাতীয় পুরস্কারের নিয়ম অনুসারে, যদি দু'জন অভিনেতা একই বিভাগে পুরস্কার পান, তাহলে তাঁদের পুরস্কারের অর্থ ভাগ করে নিতে হবে। তবে, তাঁরা আলাদা পদক এবং সার্টিফিকেট পাবেন। 

National Film Awards
  • 9/9

কিং খানকে সকলে শুভেচ্ছা- ভালোবাসায় ভরাচ্ছেন সোশ্যাল পেজে। এমনকি বাদ যাননি শাহরুখ-পত্নী গৌরী খানও।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauri Khan (@gaurikhan)

Advertisement