চলছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দ্বিতীয় দিনে নন্দন চত্বতে দেখা মিলল উৎসব ও সিনেমাপ্রেমী বাঙলিদের। (ছবি: সৌমিতা চৌধুরী)
২০২০ সালে বাংলার চলচ্চিত্র থেকে সংস্কৃতিক জগৎ হারিয়েছে তাদের বটবৃক্ষ- সৌমিত্র চট্টোপাধ্যায়কে । এবছর তাঁকে বিশেষ সম্মান জানাতে চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনীর। যেখানে ফেলুদার প্রথম জীবন, কাজ, মঞ্চ, কবিতা, ছবি এবং বিভিন্ন শিল্পকর্মগুলি প্রদর্শিত হয়েছে।
চলচ্চিত্র উৎসবের এই প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন সৌমিত্র কন্যা তথা নাট্য ব্যক্তিত্ব পৌলমী বোস, পুত্র সৌগত চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষ, অরিন্দম শীল ও আরও একাধিক শিল্পীরা । (ছবি: সৌমিতা চৌধুরী)
২০২০ সালে ওয়ার্ল্ড সিনেমার অনেক কিংবদন্তিদের জন্ম শতবর্ষ। KIFF ২০২১-এ তাই চলচ্চিত্র জগতের ৫ মহীরুহ-ভানু বন্দোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, ফেদেরিকো ফেলিনি, এরিক রোমেরকে শতবার্ষিক শ্রদ্ধার্ঘ্য জানাতে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে আয়োজন করা হয়েছে এক প্রদর্শনী। ৯ জানুয়ারী উদ্বোধন করেছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতেও এই বিরাট কর্মযজ্ঞ আয়োজন করার জন্যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে 'কিংবদন্তীর জীবন যাত্রা' এই বিষয়ে একতারা মঞ্চে আয়োজন করা হয়েছিলেন এক বৈঠকি আড্ডার। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পৌলমী বোস, সৌগত চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, অবুভব ফিনহা, শংকর চক্রবর্তী ও আরও অন্যান্যরা।
বলিউড অভিনেতা অনুভব সিনহা রয়েছেন এবারের চলচ্চিত্র উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে। সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দিয়েছেন তিনি। তাঁর ছবি 'মুল্ক' স্কিনিংয়ের মাধ্যমে তিনি প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুরকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় লকডাউন ছবি 'ল্যাপটপ'-র স্ক্রিনিংয়ের পর আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকের। উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক,পৃথ্বিশ ব্যানার্জি ও সুদেষ্ণা রায়। (ছবি: সৌমিতা চৌধুরী)