scorecardresearch
 
Advertisement
টলিউড

KIFF 2021: এই প্রথম সৌমিত্র-হীন ফিল্ম ফেস্টিভ্যাল! স্মৃতি ফেরাল 'অপু'র প্রদর্শনী

kiff 2021
  • 1/5

প্রায় দীর্ঘ ৪০ দিন ধরে হাসপাতালে কঠিন লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মানেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay)। তাঁর মৃত্যর পর কেটে গেছে প্রায় দু'মাস। বাংলার চলচ্চিত্র থেকে সংস্কৃতিক জগৎ হারিয়েছে তাদের বটবৃক্ষকে। এবছর তাঁকে বিশেষ সম্মান জানানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। এদিন সেই প্রদর্শনীর উদ্বোধনে কন্যা পৌলমী ও পুত্র। ফোটো- সৌমিতা চৌধুরী

kiff 2021
  • 2/5

 তাঁর প্রথম জীবন, কাজ, মঞ্চ, কবিতা, ছবি এবং বিভিন্ন শিল্পকর্মগুলি প্রদর্শিত হবে।তাঁর ছবিগুলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর কাজ এবং দ্বিতীয়টি তাঁর অন্যান্য পরিচালকদের সঙ্গে করা ছবি। ফোটো- সৌমিতা চৌধুরী  

kiff 2021
  • 3/5

২৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সন্তানেরা ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, শুভাপ্রসন্ন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফোটো- সৌমিতা চৌধুরী

Advertisement
kiff 2021
  • 4/5

এছাড়াও সৌমিত্রের চলচ্চিত্র কেরিয়ারের অদেখা ছবি, তাঁর অন্যান্য পছন্দের কাজ থাকছে এবারের উৎসবে। শিশির মঞ্চে থাকছে বর্ষীয়ান অভিনেতার রেট্রোস্পেকটিভ। মূলত ছবির সঙ্গে সুন্দর ক্যাপশন দিয়ে তৈরি হয়েছে এটি। ফোটো- সৌমিত্র চট্টোপাধ্যায়

kiff 2021
  • 5/5

শিল্পী যোগেন চৌধুরী এবং শুভাপ্রসন্নের আঁকা নিয়ে লিখেছেন। অভিনেতা- পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবারের উৎসবের বইতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে লিখেছেন। শুধু তাই নয়, প্রবীণ অভিনেতার মঞ্চে পরা পাঁচটা কস্টিউম প্রদর্শিত হচ্ছে।  ফোটো- সৌমিতা চৌধুরী

Advertisement