
টলিপাড়ার নতুন নায়িকাই বলা চলে লহমা ভট্টাচার্যকে।

জিতের বিপরীতে ডেবিউ করে অভিনয় জগতে পা রাখেন লহমা।

এরপর তাঁকে আবির ও পরমব্রতের সঙ্গেও কাজ করতে দেখা যায়।

অভিনয় নেহাত খারাপ করেন না অভিনেত্রী। ফিল্মি পার্টিতে তাঁকে প্রায়ই দেখা যায়।

তবে এবার লহমাকে দেখা গেল বোল্ড লুকসে। নীল মনোকিনিতে সি-বিচে ধরা দিলেন লহমা।

দুই টোনের নীল রঙের মনোকিনিতে নীল পরী লাগছে লহমাকে।

চোখে সানগ্লাস আর সঙ্গে সি-বিচ। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি।

লহমার এই ছবি দেখার পর শীতেও ঘাম ঝরতে পারে আপনার।

লহমার ডাকনাম চিনি। বাড়িতে সকলে তাঁকে এই নামেই ডাকেন।

লহমার বাবা বিখ্যাত সাংবাদিক। মেয়েও সেই পথেই হেঁটেছিলেন। কিন্তু ইচ্ছে ছিল নায়িকা হওয়ার।

জিতের রাবণ ছবিতে লহমার নায়িকা হওয়ার ইচ্ছেপূরণ হয়।