Advertisement
মনোরঞ্জন

Chirodini Tumi Je Amar: শুরুতেই রোম্যান্টিক সিন! আর্য স্যারের সঙ্গে নতুন অপর্ণাকে দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

ditipriya jeetu problems
  • 1/12

বেশ কিছু মাস ধরে শিরোনামে 'চিরদিনই তুমি যে আমার'। গল্প, টিআরপি নয়, ধারাবাহিকের নায়ক- নায়িকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে বারবার আলোচনায় আসে এই ধারাবাহিক। এর আগে সমস্যা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলতে থাকে পর্দার অপর্ণা- আর্যর। 

jeetu kamal ditipriya roy
  • 2/12

সম্প্রতি ফের সামনে আসে দুই অভিনেতার দ্বন্দ্ব। সমস্যা এতটাই বাড়ে যে, ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসতে হয়। এরপর থেকেই স্টুডিওপাড়ায় শোনা যায় নানা কথা। প্রথমে জিতু কমল মেগা ছাড়ার কথা বলেন। তবে তিনি ফিরলেও, শেষমেশ 'চিরদিনই তুমি যে আমার' থেকে বিদায় নেন দিতিপ্রিয়া রায়। 

Chirodini Tumi Je Amar serial
  • 3/12

কে হবে নতুন অপর্ণা? এটা গত কয়েকদিন টেলিপাড়ার গসিপ ছিল। জল্পনায় উঠে আসে একাধিক নাম। সে তালিকায় ছিল প্রত্যুষা পাল, সৃজা দত্ত থেকে শুরু করে সম্পূর্ণা মন্ডলের নাম। এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এসভিএফ-র অফিসে অডিশন হয়। এরপর অবশেষে নতুন অপর্ণাকে পাওয়া যায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে শিরিন পালকে। 

Advertisement
Chirodini Tumi Je Amar
  • 4/12

জি বাংলায় পর্দায় ইতিমধ্যে দেখা গিয়েছেন শিরিনকে। ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী বেশ কিছুদিন দেখা মিলছিল না অপর্ণার। সকলের মনে নেতিবাচক চিন্তা আসলেও, আর্যর বিশ্বাস অপর্ণার কিছু হয়নি।

Chirodini Tumi Je Amar promo
  • 5/12

অবশেষে দেখা হয়েছে আর্য-অপর্ণার! মারকাটারি প্রোমো দেখেই দারুণ উৎসাহিত দর্শকেরা। শুরুতেই একেবারে রোম্যান্টিক মেজাজে জুটি একে অপরকে দেখে জড়িয়ে ধরে জুটি। 

jeetu ditipriya
  • 6/12

চ্যানেলের সোশ্যাল পেজে সেই ছবি শেয়ার হয়েছে। এদিকে নতুন অপর্ণাকে পেয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। জিতুর অনুগামীরা দারুণ খুশি, দিতিপ্রিয়া বিদায় নিয়ে শিরিন আসায়। কারণ তাঁরা মনে করেন, জিতুর সঙ্গে অন্যায় করেছেন দিতিপ্রিয়া। এর জন্য অভিনেত্রীকে নেটমাধ্যমে চরম কটাক্ষের শিকার হতে হচ্ছে। 

jeetu shirin
  • 7/12

নেটিজেনদের একাংশ নতুন জুটির প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে একাংশ চরম ট্রোল করা শুরু করেছে। কেউ লিখেছেন , 'বাবা-মেয়ে লাগছে’। তো কারও মন্তব্য, "বয়কট করা উচিত এই সিরিয়ালটা, দিতিপ্রিয়া ঠিক ছিল। খুব জঘন্য হতে চলেছে। এই সিরিয়ালের টিআরপি আরও কমবে। ফালতু এই নায়িকাটাকে মোটেও মানাচ্ছে না। আর মানাবেও না গ্যারান্টি দিয়ে বললাম...।"  

Advertisement
Chirodini Tumi Je Amar highlights
  • 8/12

জিতু ছবিগুলি শেয়ার করে লিখেছেন, "সবারই একটা প্রথম দিন থাকে, প্রত্যেকেরই একটা শুরু থাকে...ও নতুন অভিনেত্রী নয়, ও অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিণত থিয়েটার শিল্পী...উৎসাহিত করতে, নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন। আর আপনাকে কেউ যদি এমনিই গালি দিতে বলেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। ওকে আশীর্বাদ করুন...বিশ্বাস করুন, ও অসাধারণ..." 
 

Chirodini Tumi Je Amar jeetu shirin
  • 9/12

শিরিন তাঁর সোশ্যাল পেজে লিখেছেন, "মা বলেন, 'পথ দুটো। জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে...'। আমি জানি দুটোর একটা পথও মসৃণ নয়। তবু, তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি, পাশে থাকবেন।" 
 

Chirodini Tumi Je Amar zee5
  • 10/12

ঝাড়গ্রামের মেয়ে শিরিনের অভিনয়ে হাতেখড়ি হয় থিয়েটারের মাধ্যমে। ছোটপর্দায় তিনি নবাগতা। এর আগে জি ফাইফ-র বুলেট সিরিজ, 'ফাঁদ'-এ দেখা গিয়েছিল তাঁকে।

shirin paul
  • 11/12

এই নতুন জার্নির আগে শিরিন জানিয়েছিলেন, "আমার বেড়ে ওঠা, স্কুল সবটাই ঝাড়গ্রামে। কলকাতায় এসেছি ৫ বছর হয়ে গেল প্রায়। অভিনয়ের পথচলা শুরু বা ভিত সবটাই থিয়েটারের হাত ধরে, আমার দল 'ঝাড়গ্রাম কথাকৃতি'-র হাত ধরে। টিভির পর্দায় এটাই প্রথম কাজ। আশা রাখি প্রচুর শিক্ষতে পারব।" 

Advertisement
jeetu kamal shirin
  • 12/12

এতদিন জিতু- দিতিপ্রিয়ার জুটি দারুণ পছন্দ করেছিল দর্শক। এবার দেখার, জিতুর সঙ্গে নতুন নায়িকা সকলের মনে কতটা জায়গা করতে পারে সেটাই এখন দেখার। 

Advertisement