শ্রোতা ও ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। মহান শিল্পীর প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য হয় শিল্পীর। মুখাগ্নি করেন শিল্পীর ভাই হৃদয়নাখ মঙ্গেশকর।
রবিবার শিল্পীর শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এছাড়া সাধারণ মানুষের পাশাপাশি শেষ শ্রদ্ধা জানান বলিউড সেলেবরাও। দেখা গেল লতা মঙ্গেশকের বোন তথা বলিউডের অপর এক বিখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেকে।
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan) অন্তিম শ্রদ্ধা জানান তাঁকে।
লতা মঙ্গেশকের আত্মার শান্তি কামনায় প্রার্থনাও করতে দেখা গেল শাহরুখতে।
আরও পড়ুন - লতাজির পুরনো ছবি Viral, 'প্রিয় মেয়েকে নিয়ে গেলেন মা সরস্বতী
আর শুধু শিল্প জগতেকর মানুষজনই নন, ছিলেন ক্রীড়া দুনিয়ার দিকপালরাও। মাস্টার ব্লাস্টার সচিন তে্ডুলকরও (Sachin Tendulkar) এদিন শেষ শ্রদ্ধা জানান মহান শিল্পীকে।
সপরিবারে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার।