scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

কীভাবে নামকরণ হয়েছিল Air India-র? ১৯৪৬ সালের চিঠি প্রকাশ করল Tata

Air India-র নামকরণের ইতিহাস
  • 1/8

ফের টাটার অধীনে এয়ার ইন্ডিয়া (Air India)। গতমাসেই এই সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। এয়ার ইন্ডিয়াকে পুনরায় জনপ্রিয় করে তোলাই তাদের প্রথম লক্ষ্য বলে জানিয়েছে সংস্থা। আপাতত ৫ বছর এয়ার ইন্ডিয়ার নাম ও লোগো সামলাতে হবে টাটা গ্রুপকে। 
 

Air India-র নামকরণের ইতিহাস
  • 2/8

১৮,০০০ কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়াকে নিয়েছে টাটা গ্রুপ। এরইমাঝে রবিবার টাটা গ্রুপের তরফে একটি চিঠি প্রকাশ করা হয়েছে। তার মাধ্যমে জানা গিয়েছে কীভাবে এয়ার ইন্ডিয়া নামকরণ করেছিল টাটা। 

Air India-র নামকরণের ইতিহাস
  • 3/8

Tata Group-র তরফে ট্যুইটারে ১৯৪৬ সালের একটি চিঠি শেয়ার করা হয়েছে। চিঠিটি ৭৮ বছর আগে ১৯৪৬ সালে টাটার মাসিক বুলেটিনে ছাপা হয়েছিল। তাতে বলা হয়েছে Air India নামকরণের জন্য কর্মচারিদের মধ্যে একটি ভোটাভুটি করাহ হয়েছিল। 
 

আরও পড়ুনবিছানায় বসেই ৮৮ কেজি ওজন কমালেন মহিলা, শরীর থেকে ঝোলে ভারী চামড়া

Advertisement
Air India-র নামকরণের ইতিহাস
  • 4/8

জানা গিয়েছে, সেই সময় মোট ৪টি নাম ঠিক হয়েছিল। সেগুলি হল Indian Air Lines, Air-India, Pan-Indian Air Lines ও Trans-Indian Air Lines। এর মধ্যে থেকে একটি নাম বেছে নেওয়ার জন্য ভোটাভুটি করা হয়। ভোটে সবচেয়ে বেশি মানুষ মত দেন Air India-র পক্ষে। 

 

Air India-র নামকরণের ইতিহাস
  • 5/8

ভোটে ৬৪ জন এয়ার ইন্ডিয়া, ৫১ জন ইন্ডিয়ান এয়ার লাইন্স, ২৮ জন ট্রান্স-ইন্ডিয়ান এয়ার লাইন্স এবং ১৯ জন প্যান-ইন্ডিয়ান এয়ার লাইন্সের পক্ষে ভোট দেন। 

Air India-র নামকরণের ইতিহাস
  • 6/8

সবচেয়ে কম ভোট পাওয়া ২টি নামকে চূড়ান্ত পর্বে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর এয়ার ইন্ডিয়া পায় ৭২টি ও ইন্ডিয়ান এয়ার লাইন্স পায় ৫৮টি ভোট। এরপরেই এই এয়ারলাইন্সের নাম রাখা হয় এয়ার ইন্ডিয়া। 
 

Air India-র নামকরণের ইতিহাস
  • 7/8

প্রসঙ্গত জেআরডি টাটা এয়ার ইন্ডিয়াকে সবচেয়ে প্রথমে ১৯৩২ সালে টাটা এয়ারলাইন্স নামে লঞ্চ করে। তারপর ১৯৪৬ সালে নাম বদলে করা হয় এয়ার ইন্ডিয়া। ১৯৫৪ সালে এটিকে টাটার থেকে কিনে নেয় সরকার। 

Advertisement
Air India-র নামকরণের ইতিহাস
  • 8/8

স্বাধীনতার সময় দেশে ছোটবড় মোট ৯টি বিমান সংস্থা ছিল। সমস্ত সংস্থা মিলিয়ে মোট ২টি সংস্থা করা হয়। দেশের মধ্যে পরিষেবার জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক ক্ষেত্রের জন্য এয়ার ইন্ডিয়া। ১৯৫৩ সাল পর্যন্ত, এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন ছিল, যার চেয়ারম্যান ছিলেন জেআরডি টাটা।

Advertisement