
২০০৮ সালে মন মানে না ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছিলেন জুবিন গর্গ। দেব ও কোয়েলের সেই গান আজও শ্রোতাদের কাছে বড় প্রিয়।

এছাড়াও 'মন মানে না' ছবির 'চোখে চোখে কথা বলো' গানও জুবিনেরই কণ্ঠে।

২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবির পিয়া রে পিয়া রে গানটি দারুণ হিট হয়। জুবিনের দরদী কন্ঠের সেই গান এবং রাহুল ও প্রিয়াঙ্কার ভাঙা প্রেম শ্রোতাদের আবেগে ভাসায়।

'পরান যায় জ্বলিয়া রে' সিনেমাটির 'চোখের জলে' গানটিও জুবিনের কণ্ঠে সুপারহিট হয়েছিল।

'পাগলু' সিনেমার 'প্রেম কি বুঝিনি' গানটি আজও সমানভাবে হিট শ্রোতাদের কাছে।

'পাগলু ২' ছবির 'মন খালি খালি তুই তুই করে রে' গানটিও জুবিনের গাওয়া।

'রংবাজ' সিনেমার 'লাভ ইউ সোনিয়ো' গানটিও জুবিনের কন্ঠে সুপারহিট হয়।

'প্রেম আমার' সিনেমার 'বোঝেনা সে বোঝেনা' গানটি জুবিনের গলায় আলাদাই মাত্রা পায়। আজও সেই গান হিট।

'বল না তুমি আমার' ছবির 'আয়না মন ভাঙা' আয়না গানটিও জুবিন গেয়েছেন।

'জানেমন' ছবির 'তোমার আমার প্রেম' গানটিও প্রয়াত জুবিন গেয়েছেন।