scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Miss Universe 2020: চিনে নিন ভারতের অ্যাডলিন কাস্তোলিনো-কে

অ্যাডলিন
  • 1/8

মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিলেন ভারতের প্রতিযোগী অ্যাডলিন কাস্তেলিনো (adline castelino)। চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি।

অ্যাডলিন
  • 2/8

৬৯তম মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার আসর এ বার বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল অঞ্চলকে। হোটেলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল গত কয়েক দিন ধরেই।

অ্যাডলিন
  • 3/8

মোট ৭৩ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল ফাইনালের জন্য। সেখান থেকে অন্তিন পর্যায়ে নির্বাচিত হন ২১ জন সুন্দরী। সেখান থেকে একেবারে ফাইনালের জন্য পাঁচজন সুন্দরীকে বেছে নেন বিচারকমণ্ডলী। এঁরা ছিলেন আন্দ্রেয়া মেজা, জুলিয়া খামা, জ্যানিক মাসেতা, অ্যাডলিন কাস্তেলিনো এবং কিম্বারলি পেরেজ।

Advertisement
অ্যাডলিন
  • 4/8

আসুন জেনে নিই, কে এই অ্যাডলিন কাস্তেলিনো।

অ্যাডলিন
  • 5/8

জন্ম-কর্ম কুয়েতে হলেও বাবা-মা দুজনের ভারতীয়। কর্নাটকের বাসিন্দা। নিজে কিছু করবেন বলে ভারতে আসেন। অংশ নেন নানা প্রতিযোগিতায়।

অ্যাডলিন
  • 6/8

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মিস ডিভা ইউনিভার্স ২০২০ খেতাব জিতেছিলেন অ্যাডলিন।

অ্যাডলিন
  • 7/8

একটি সাক্ষাৎকারে অ্যাডলিন জানিয়েছেন, ছোট থেকেই এই মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন অ্যাডলিন। কিন্তু কুয়েতে কোনও এক্সপোজার ছিল না। তিনি বলেন, 'আমি কখনও ভাবতে পারিনি আমার মতো একজন সাধারণ মেয়ে, যার স্পিচ ডিফেক্ট ছিল, শরীরে অনেক দাগ ছিল, তা সত্ত্বেও এত বড় মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব।'

Advertisement
অ্যাডলিন
  • 8/8

অভিনয়ে কেরিয়ার গড়া নিয়ে তিনি জানান, অফার এলে আপত্তি নেই। তবে তিনি সফল বিজনেস উওম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

Advertisement