অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের পরিচিতি এখন বিনোদন জগতের বাইরে রাজনৈতিক মহলেও। আজ অর্থাৎ ১৭ মে তাঁর জন্মদিন। তবে পরিস্থিতির জন্য এই বছরের জন্মদিন অনেক ধুমধাম করে পালন করতে পারছেন না নায়িকা।
বিশেষ দিন উপলক্ষে ফটো শ্যুটও করেছেন বার্থ ডে গার্ল কৌশানী। আর সেই ছবি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল পেজে।
২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত 'পারবো না আমি ছাড়তে তোকে'- ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন কৌশানী। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত। একসঙ্গে অভিনয়ে হাতেখড়ি বনি ও কৌশানি দুজনেরই।
এরপরে 'তোমাকে চাই', 'জিও পাগলা', 'গার্লফ্রেন্ড', 'জানবাজ', 'বিয়ে ডট কম' ও সম্প্রতি 'তুমি আসবে বলে' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেছে এই জুটিকে। তবে তাঁরা যে শুরু অনস্ক্রিন কাপল নয়, সে বিষয়ে কারও অজানা নয়।
এমনকি নিজেদের সম্পর্কের ব্যাপারে সেভাবে কোনও দিনও লুকোছাপাও করেননি তাঁরা। পার্টি হোক কিংবা যে কোনও উৎসব, দুজনকে সব সময় একসঙ্গেই দেখা যায় তাঁদের।
একসঙ্গে প্রথম ছবির পর থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। আর তারপর থেকে কাজের পাশাপাশি চলছে চুটিয়ে প্রেম। রায়চকে গিয়ে গঙ্গার ধারে কৌশানিকে প্রপোজ করেছিলেন বনি।
পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে তৃণমূল-কংগ্রেসে যোগ দিয়েছিলেন নায়িকা। এরপর কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হন তিনি।