
ট্রেন্ডিংয়ের ছকে গোটা দেশে কাঁচা বাদামের রমরমা।

সাধারণ মানুষ থেকে সেলেব পর্যন্ত গানের তালে পা মেলাচ্ছেন।

ভোজপুরী থেকে হরিয়ানভি স্টাররা নাচের ভিডিও আপলোড করছেন।

ভোজপুরী অভিনেত্রী নিধি ঝা-এর একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে।

গানে দারুণ নাচ করেছেন নিধি।

আর এক অভিনেত্রী রানি চ্যাটার্জিকেও গানের তালে নাচতে দেখা গিয়েছে।

ফ্যানরা এই ভিডিওর ঢালাও প্রশংসা করছেন।

স্বপ্নার সমস্ত ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

হরিয়ানার ডান্সিং ক্যুইন স্বপ্না চৌধুরীও নাচের ভিডিও আপলোড করেছেন।

মোনালিসা ওরফে ঝুমা বৌদিও নাচের ভিডিও আপলোড করেছেন। স্বামী বিক্রান্তের সঙ্গে নাচতে দেখা গিয়েছে মোনালিসাকে।

ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদও কাঁচাবাদামে নাচের ভিডিও আপলোড করেছেন।