Advertisement
মনোরঞ্জন

Dev-Prosenjit's Kacher Manush: 'কাছের মানুষ'-দের নিয়ে হল, দেব -প্রসেনজিতের ছবির শুভ মহরৎ! দেখুন PHOTOS

  • 1/8

গত বছর মহালায়ার দিন ঘোষণা হয়েছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের নতুন ছবির কথা। প্রযোজকের আসনে বসার পর থেকে একের পর এক চমক দিচ্ছেন দেব। তাঁর প্রযোজনা সংস্থার এই বড় ছবিতে অভিনয় করবেন তিনি নিজেই। সঙ্গে রয়েছে আরও চমক। 
 

  • 2/8

পথিকৃৎ বসুর পরিচালনায় আসছে 'কাছের মানুষ'। দেব ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইশা সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। 

  • 3/8

২ ফেব্রুয়ারি, বুধবার হয়ে গেল 'কাছের মানুষ' ছবির শুভ মহরৎ। উপস্থিত কলাকুশলীরা নিজেদের সোশ্যাল পেজে সেই ছবি শেয়ার করেছেন। সকলের পরনেই রয়েছে একেবারে ধবধবে সাদা থিমের পোশাক। 
 

 

Advertisement
  • 4/8

আগেই ঘোষণা হয়েছিল ২০২২ সালের দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সব ঠিক থাকলে, বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে, টলিউডের দুই সুপারস্টারের ছবি উপভোগ করতে পারবেন দর্শকেরা। 
 

 

  • 5/8

এর আগেও 'জুলফিকর' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব -প্রসেনজিৎকে। 'ককপিট' ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আবারও একই ছবিতে তাঁরা! ছবির খবর চাউর হতেই, অনুরাগীদের মধ্যে উৎসাহের শেষ নেই। 
 

  • 6/8

অন্যদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত 'গোলন্দাজ' বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছে। ছবিতে দেব ও ইশা সাহার রসায়ন নজর কেড়েছিল সকলের। 'কাছের মানুষ' ছবিতে ফের একসঙ্গে তাঁরা। বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশা অনেকটাই থাকবে এই ছবি থেকেও।
 

  • 7/8

গত মহালয়াতেই প্রকাশ্যে এসেছিল ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে একটি রেললাইনে বসে আছেন দেব ও প্রসেনজিৎ। দূর থেকে ক্রমশ নিকটবর্তী রেলগাড়ি। প্রসেনজিতের সাদা পাকা চুল- দাড়ি ও দুই অভিনেতার ক্যসুয়াল লুক সকলের নজরে পড়ার মতো।   


 

Advertisement
  • 8/8

তবে এই চার অভিনেতা ছাড়া, আর কারা রয়েছেন এই ছবিতে এবং পর্দার পিছনের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি কারা সামলাবেন তা এখনও জানা যায়নি। (ছবি সৌজন্য:  ট্যুইটার ও ফেসবুক) 

Advertisement