মায়েদের কোনও বিকল্প হয় না। সন্তানের জন্য আত্মত্যাগ একমাত্র মায়েরাই করতে পারেন। যাঁর স্নেহছায়ায় বড় হয়ে উঠেছেন আজ তাঁদেরই দিন।। ১৪ মে রবিবার মাদার্স ডে-তে আবেগে ভাসলেন টলিউড অভিনেত্রীরা। নিজেদের সাপোর্ট সিস্টেমের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মাদার্স ডে-তে। মিমি থেকে রাজ চক্রবর্তী সকলেই এদিন ছবি দিয়েছেন।
মিমি চক্রবর্তী তাঁর মায়ের সঙ্গে ছবি দিয়ে মাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। এর সঙ্গে পোষ্যদের যাঁরা মা তাঁদেরকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি।
পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীও তাঁর মায়ের সঙ্গে ছবি দেন। রাজ তাঁর মায়ের সঙ্গে তাঁর ও শুভশ্রীর দুজনের ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছেন মাতৃদিবসে।
মাকে নিয়ে এদিন দীর্ঘ পোস্ট করেন অভিনেত্রী পার্ণো মিত্র। মাকে নিয়ে আবেগে ভেসেছেন অভিনেত্রী। সঙ্গে অবশ্যই তাঁর ও মায়ের ছবি দিতে ভোলেননি।
এ বছরই মাকে হারিয়েছেন অপরাজিতা আঢ়্য। তাই স্বাভাবিকভাবেই মাকে নিয়ে আবেগঘন হয়েছেন এইদিনে। অভিনেত্রী মা ও শাশুড়ির সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, আমার দুই মা দেবকী আর যশোদা... দেবকী ২৭ শে ফেব্রুয়ারি ইহলোক ত্যাগ করেছেন.... আমার জন্ম দাত্রী.... আর যশোদা আমার পালন করেছেন আমার শাশুড়ি মা .... জন্ম দাত্রী খুবই অসুখী ছিলেন আমায় নিয়ে ভাবতেন আমি যা করি সব ভুল করি..... আর পালন কর্ত্রী আমি ভুল করলেও বলেন একদম ঠিক করেছি..... আন্তর্জাতিক নারী দিবসে দুই মাকে জানাই সশ্রদ্ধ প্রণাম.... অনেক আদর তোমাদের দুজন কেই। যদিও এই পোস্টে ভুলবশত তিনি মাদার্স ডে-এর পরিবর্তে নারী দিবস লিখে ফেলেছেন।
অভিনেতা ঋদ্ধি সেন তাঁর মায়ের সঙ্গে ছবি দিতে এদিন ভুললেন না। মায়ের কোলে থাকা ঋদ্ধি ও এখনকার সময়ে মায়ের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'আরেকটু দূরে ঠেলে দেওয়া আর আরেকটু কাছে চলে আসার এই রোজকার অভ্যেস একজনের সাথেই গড়ে ওঠে , যার জন্য দ্বন্দ্ব চিনতে শেখে, অনুভব করা , পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দ্বন্দের নাম হয়তো মা, তাই তুমি না থাকলে সকালটা এতো মিষ্ট হতো না
তুমি না থাকলে মেঘ করে যেতো বৃষ্টি হতো না'।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পালও তাঁর মায়ের সঙ্গে ছবি দিয়ে সকলকে মাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন।