Advertisement
মনোরঞ্জন

Parineeti-Raghav Engagement: It's Official! এনগেজমেন্ট হয়ে গেল রাঘব-পরিণীতির, দেখুন PHOTOS

  • 1/5

আংটি বদলের মাধ্যমে একে-অপরের হয়ে গেলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একে-অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। অফিসিয়ালি একে-অপরের হয়ে গেলেন তাঁরা। 

  • 2/5

শনিবারের মায়াবী সন্ধ্যায় রাঘব ও পরিণীতির জুটি থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এনগেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার প্রথম ছবি সামনে আসতেই তা নিমিষে ভাইরাল হয়ে যায়। এনগেজমেন্টে পরিণীতি পরেছিলেন ক্রিম রঙের সালোয়ার স্যুট। অপরদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের কুর্তা-পায়জামা। 

  • 3/5

পরিণীতি ও রাঘবের এনগেজমেন্টে গোটা পরিবারকে দেখা গেল আনন্দ করতে। ছবিতে দেখা গিয়েছে, রাঘব ও পরিণীতি একে-অপরের মধ্যে ডুবে গিয়েছেন। 

Advertisement
  • 4/5

রাঘব-পরিণীতির এনগেজমেন্টে ভিআইপি অতিথিদের দেখা গেল। অতিথি হয়ে এসেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদাম্বরম, আদিত্য ঠাকরে, রাজীব শুক্লা, অনুরাধা প্রসাদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, কপিল সিব্বল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 
 

  • 5/5

পরিণীতার পক্ষ থেকে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকে দেখা গিয়েছে। তিনি কালো রঙের কুর্তা পায়জামা পরেছিলেন। পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গিয়েছে এই এনগেজমেন্ট সেরিমনিতে।  ছবি সৌজন্যে: পঙ্কজ জৈন ও নীতু ঝা

Advertisement