scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Nachiketa Chakraborty Exclusive : নতুনভাবে নচিকেতা, জীবনমুখী গানের জনক প্রথমবার গাইছেন শ্যামাসঙ্গীত

নচিকেতা চক্রবর্তী
  • 1/10

গত শতাব্দীর ৯-এর দশকে বাংলা গানের প্রচলিত ধারাকে ভেঙে নতুন এক ধারার প্রচলন করেছিলেন এক যুবক। সঙ্গীতের সেই নতুন ধারার পোশাকি নাম হয়েছিল জীবনমুখী গান (Jibon Mukhi Gan)। 

নচিকেতা চক্রবর্তী
  • 2/10

আর যাঁর হাত ধরে নতুন এই সঙ্গীতের জন্ম, তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।

নচিকেতা চক্রবর্তী
  • 3/10

'এই বেশ ভাল আছি' অ্যালবাম থেকেই রাতারাতি বাংলা গানের শ্রোতা-দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

Advertisement
নচিকেতা চক্রবর্তী
  • 4/10

তারপর থেকে শুধুই এগিয়ে যাওয়া। একের পর এক অ্যালবাম, সিনেমা-সিরিয়াল গান গাওয়া, এমনকী বলিউডে পর্যন্ত নিজের ছাপ রেখেছেন তিনি। 

গানের রেকর্ডিং
  • 5/10

আর সেই নচিকেতাই এবার নতুনভাবে, নতুন সুরে। প্রথমবারের জন্য শ্যামাসঙ্গীত (Shyama Sangeet) গাইছেন নচিকেতা চক্রবর্তী। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)

গানের রেকর্ডিং
  • 6/10

গানের নাম 'তোকে শ্যামা' (Toke Shyama)। গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক এবং সুর বেঁধেছেন আরও এক শিল্পী রাজকুমার রায়। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)

নচিকেতা চক্রবর্তী
  • 7/10

সোমবার শহর কলকাতার লেকটাউন এলাকার একটি স্টুডিওতে রেকর্ড হল গানটি।

Advertisement
নচিকেতা চক্রবর্তী
  • 8/10

এই গানটি তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং বলেই জানালেন নচিকেতা নিজে।

গানের রেকর্ডিং
  • 9/10

অপর দিকে গানের সুরকার রাজকুমার রায় (Rajkumar Roy) জানাচ্ছেন, নচিকেতা চক্রবর্তী তাঁর সুরে শ্যামাসঙ্গীত গাইছেন, এটা তাঁর নিজের কাছেও একটা বিরাট পাওনা। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)

নচিকেতা চক্রবর্তী
  • 10/10

আপাতত হৈ হৈ করে হয়ে গেল গানের রেকর্ডিং। এখন শিল্পীর নতুন এই গান শোনার অপেক্ষায় তাঁর ভক্তরা।

Advertisement