scorecardresearch
 
মনোরঞ্জন

খোলা পিঠে কীসের দাগ? নেটিজেনদের খোলাখুলি জবাব উর্ফির

কখনও অন্তর্বাস
  • 1/10

কখনও অন্তর্বাস, কখনও খোলা পিঠে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে মেলে ধরেন উর্ফি জাভেদ। বিগ বস ওটিটির প্রতিযোগী উর্ফিকে সম্প্রতি খোলামেলা পোশাকে বেশি দেখা যাচ্ছে। ব্যাকলেস পোশাকে তাঁর নতুন আউটফিট নিয়ে বেশ চর্চায় রয়েছেন।
 

বিমানবন্দরে
  • 2/10

বিমানবন্দরে অন্তর্বাস প্রদর্শনে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন উর্ফি। এবার ট্রোল তাঁর পিঠের দাগ নিয়ে।
 

ব্যাকলেসে
  • 3/10

ব্যাকলেসে উর্ফিকে দারুণ মানালেও, নেটিজেনদের চোখ এড়িয়ে যায়নি তাঁর পিঠের দাগ।

কীসের দাগ?
  • 4/10

কীসের দাগ? নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন উর্ফি। তাঁর জবাবে পিঠ খোলা নীল ড্রেসে আরও একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে খোলাখুলি জবাব দিলেন তিনি। 
 

ক্যাপশনে লেখেন
  • 5/10

ক্যাপশনে লেখেন,"হ্যাঁ আমার পিঠে ব্রণর দাগ আছে, আমি সহজেই এটি এডিট করতে পারতাম, কিন্তু আমি চাই না। কারওরই শরীর, মুখ বা ত্বক নিখুঁত হয় না। আমি এখনও আমার শরীরকে ভালোবাসি। আমি যা করছি তাই করব।"
 

উর্ফি ক্ষোভ
  • 6/10

উর্ফি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন,"আমি কী যাই ছবি দিই না কেন তা নিয়েই ট্রোল হবে।"

তাঁর পোশাক
  • 7/10

তাঁর পোশাক নিয়ে নেটিজেনরা ট্রোল করলেও উর্ফি জানান, আমি লখনউয়ের একটি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। কিন্তু তারপরেও আমাদের পোশাক নিয়ে কোনওদিন সমস্যা হয়নি। 
 

আরও জানান
  • 8/10

আরও জানান, আজ যখন আমি আমার পছন্দের পোশাক পরি তখন আমার ভালো লাগে। কে, কী বলে তা নিয়ে আমি চিন্তা করি না। আমি বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের পোশাক ডিজাইন করি।
 

শুরুতে
  • 9/10

শুরুতে আমি ভাবতাম যে দোষ আমারই। এখন এমন কিছু মনে হয় না। 
 

পাবলিসিটি
  • 10/10

পাবলিসিটি চাইলে আগেই এয়ারপোর্টে বিনা পোশাকে যেতাম। উর্ফি জাভেদ অল্ট বালাজির 'বরে ভাইয়া কি দুলহানিয়া', 'মেরি দুর্গা' -তে আরতি,' বেপান্নাহ' -তে বেলা অভিনয় করেছেন।