scorecardresearch
 
মনোরঞ্জন

ব্রালেটে ছবি পোস্ট, হাড় কাঁপানো শীতেও উষ্ণতা ছড়াচ্ছেন Namrita Malla

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 1/9

ভোজপুরি সেন্সেশন নম্রতা মাল্লা আরও একবার নিজের ছবি নিয়ে হাজির হয়েছেন। নতুন পোস্টের দ্বারা এটাই প্রমাণ করে দিয়েছেন যে তিনি হাড়কাঁপানো শীতেও উষ্ণতা ছড়াতে পারেন।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 2/9

লেটেস্ট ফটো পোস্ট করে নম্রতা সিলভার কালারের ব্লাউজ ব্রা ল্যাপটপ এবং ব্ল্যাক কালারের পরে রয়েছেন বলে দেখা গিয়েছে। স্টাইলিশ ফটোতে কানে বড় ইয়াররিংসের সঙ্গে গলায় নেকলেস নিয়েছেন বলে দেখা যাচ্ছে।

 

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 3/9

এই ছবিতে নম্রতা মাল্লা আলাদা আলাদা পোজে দেখা দিয়েছেন। তিনি গ্ল্যামারাস এবং তার কিলার লুক নজর কেড়েছে। ভক্তরা এমনিতেই তার ফ্যান। তার ওপর এই সমস্ত ছবি দেখে মস্তিষ্ক স্থির রাখা মুশকিল হয়ে পড়েছে।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 4/9

গ্ল্যামারাস ছবিতে নম্রতা মান্না ক্যাপশনে লিখেছেন আপনার ধৈর্য আপনার শক্তি। একটা বিষয় মানতেই হবে যে নম্রতা যতটা ভালো ছবি দেন, পাওয়ারফুল ক্যাপশন দেন ছবিগুলির।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 5/9

নম্রতা মোল্লা ভোজপুরি ইন্ডাস্ট্রির একটি পরিচিত নাম। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তার ফ্যান ফলোইং শুধু ভোজপুরি পর্যন্ত সীমিত নেই, ধীরে ধীরে গোটা দেশের সবারই ফেভারিট হয়েছেন।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 6/9

বলা হয় যে মানুষ চোখ অনেক কিছু বলে যায়। যদি আপনি গভীরভাবে দেখেন তাহলে তার স্বল্প পোশাক কিংবা শরীরী বিভঙ্গের চেয়ে তার চোখের দিকে নজর পড়বে বেশি এবং আপনার মনে হবে যে তিনি তাঁর চোখ দিয়ে যেন কিছু বলছেন।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 7/9

সবচেয়ে ভালো বিষয় হলো নম্রতা তাঁর নিজের চেহারা এবং অ্যাটিটিউড নিয়ে কনফিডেন্ট। তিনি ছবিগুলিতে পরিষ্কার তা প্রমাণ করে দিয়েছেন। এথনিক লুক হোক কিংবা মডার্ন সমস্ত আউটফিট এই এক নম্বর হয়ে দাঁড়িয়েছেন।

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 8/9

বেলি ডান্সার মডেল নম্রতা মান্না দিন দিন সবার পছন্দের হয়ে চলেছেন। তার একটা কারণ নতুন নতুন ছবি পোস্ট এবং সেই সঙ্গে তার শরীরী আকর্ষণও অন্যতম। যাতে তাঁকে ইন্টারন্যাশনাল ক্রাশ ঘোষিত হয়ে গেলেও অবাক হওয়ার কিছু হবে না।

 

আকর্ষণের নাম নম্রতা মাল্লা
  • 9/9

Photos : Namrita Malla Instagram