Advertisement
মনোরঞ্জন

ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে Sushmita Sen! গাড়িতে মুখ লুকোলেন রোহমান

  • 1/8

মাস কয়েক আগেই বলিউড ডিভা সুস্মিতা সেন প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে নিজের বিচ্ছেদের খবর ঘোষণা করেন। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে ভেঙে পড়েন অনুরাগীরা। 
 

  • 2/8

তবে তাঁদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলেও দু'জনের মধ্যে এখনও ভালো বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি প্রাক্তন এই জুটিকে একইসঙ্গে এক গাড়িতে দেখা যায়। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন যুগল। সঙ্গে সঙ্গে মুখ ঢেকে গাড়ির তলায় মুখ লুকোন প্রাক্তন প্রেমিক রোহমান। পাপারাজ্জিদের দেখে রোহমানের এই প্রতিক্রিয়া দেখে ফের জল্পনায় প্রাক্তন এই জুটি।
 

  • 3/8

সুস্মিতা সেনের সঙ্গে একই গাড়িতে বসেছিলেন রোহমান। পাপারাজ্জিদের দেখা মাত্রই মাথা নীচু করে মুখ লোকান তিনি। অন্যদিকে, সুস্মিতাকে পাপারাজ্জিদের দেখে হেসে হাত নাড়তে দেখা যায়।
 

Advertisement
  • 4/8

ছবিতে সুস্মিতা সেনকে কালো ড্রেসে দেখা যাচ্ছে। সিম্পল এবং নো-মেকআপ লুকে দেখা যায় সুস্মিতাকে। 
 

  • 5/8

রোহমান শলকে দেখা যায় সাদা টি, ডেনিম জ্যাকেট এবং কালো প্যান্টে। গত মাসেই তাদের ব্রেকআপের পর দু'জনকে একসঙ্গে দেখা গেছে। দু'জনকে একই গাড়িতে দেখা গেছিল। সুস্মিতা সেনের বাড়িতেও গিয়েছিলেন রোহমান।
 

  • 6/8

২০১৮ সালে সুস্মিতা ও রোহমানের ডেটিং শুরু হয়। বি-টাউনের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। কিন্তু দু'জনের মধ্যে কী এমন হল যে তাঁদের চিরতরে আলাদা হয়ে যেতে হল? তার উত্তর শুধু তাঁদের কাছেই আছে। স্বস্তির বিষয় এই যে বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধুত্ব অটুট রয়ে গেছে।
 

  • 7/8

সুস্মিতা সেনের ওয়ার্কফ্রন্ট-এর কথা বলতে গেলে, তাঁকে শেষ আরয়া টু ওয়েব সিরিজ-এ দেখা গেছে। সিরিজে তাঁর কাজ বেশ প্রশংসিতও হয়েছিল। প্রথম সিজনের মতো সুস্মিতার ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনও মানুষকে মুগ্ধ করেছে।
 

Advertisement
  • 8/8

(ছবি: Yogen Shah/ Social Media)
 

Advertisement